কোটালীপাড়ায় শুধু সদস্য পদে ভোট
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ বুধবার। এই তিন ইউনিয়নে শুধু সদস্য পদেই লড়াই হবে। উপজেলার হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।