ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম
পারিবারিক বিরোধের জেরে আমতলীর চাওড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. নয়ন মাতুব্বরকে রড দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আমতলী পৌর শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত নয়নকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।