নড়াইলে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
নড়াইলের কালিয়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী আমেনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়।