নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল মোল্যা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত হক মিয়ার ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্যার ছেলে নফু মোল্যার সঙ্গে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্স ফকিরের চাঁচুড়ী বিলে একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত এক বছর ধরে দ্বন্দ্বের জেরে একাধিক হামলা-পাল্টা হামলা হয়। বিবদমান দুই পক্ষের মধ্যে চারটি মামলাও চলমান রয়েছে।
গতকাল শনিবার বিকেল থেকে ওই মাছের ঘের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। আজ রোববার সকালে প্রিন্স ফকিরের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে নফু মোল্যার সমর্থক ইসরাফিল মোল্যা গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ইসরাফিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সুজল বকসি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ইসরাফিল মোল্যাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ইসরাফিল হত্যার ঘটনায় জড়িতদের আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল মোল্যা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত হক মিয়ার ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্যার ছেলে নফু মোল্যার সঙ্গে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্স ফকিরের চাঁচুড়ী বিলে একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত এক বছর ধরে দ্বন্দ্বের জেরে একাধিক হামলা-পাল্টা হামলা হয়। বিবদমান দুই পক্ষের মধ্যে চারটি মামলাও চলমান রয়েছে।
গতকাল শনিবার বিকেল থেকে ওই মাছের ঘের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। আজ রোববার সকালে প্রিন্স ফকিরের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে নফু মোল্যার সমর্থক ইসরাফিল মোল্যা গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ইসরাফিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সুজল বকসি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ইসরাফিল মোল্যাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ইসরাফিল হত্যার ঘটনায় জড়িতদের আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫