চার মাসে সেমিস্টার শেষ করবে কারিগরি শিক্ষা বোর্ড
করোনায় সেশন জট পুষিয়ে নিতে ছয় মাসের সেমিস্টার ৪ মাসে সম্পূর্ণ করার উদ্দেশ্যে সেমিস্টার পরিকল্পনা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আগামী এক আগস্ট থেকে শুরু হওয়া এসব পর্বের পরীক্ষা আগামী নভেম্বর মাসে গ্রহণ করা হবে। সে হিসেবে ৪ মাসেই সেমিস্টার শেষ করবে কারিগরি শিক্ষা বোর্ড।