শিশুর আঙুল কামড়ে নেওয়ার দায়ে চাচির কারাদণ্ড
শিশুর আঙুল কামরে নেওয়ার দায়ে ওই শিশুর চাচি শিউলি বেগমকে (৩৪) ২ বছরের সশ্রমকারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দণ্ডাদেশ দিয়েছেন ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তবে শিউলি বেগমের স্বামী মো. ইসাহাক আকনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার বিচারক মো. পারভেজ শাহরিয়ার আসামির উপস্থিত