‘মজুত টিকা থেকে দ্বিতীয় ডোজ না নিলে বুস্টার ডোজ নয়’
করোনা কিছুটা কমেছে। তবে এখনো দু-চারজন মারা যাচ্ছেন। যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের অধিকাংশই করোনার টিকা নেননি। এখন টিকা না নিলে হাতে মজুত টিকার মেয়াদ দ্রুতই শেষ হয়ে যাবে। মেয়াদ থাকতে দ্বিতীয় ডোজ টিকা না নিলে তাঁরা পরবর্তী সময়ে আর বুস্টার ডোজ নিতে পারবেন না