প্রান্তিক স্বাস্থ্যসেবা গুরুত্ব পাচ্ছে না
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবাকেন্দ্রের এমন দুরবস্থার বিষয়টি সবারই জানা। নতুন করে দায়িত্বে আসার পর থেকে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর অফিস থেকে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়েও চিঠি পাঠিয়েছি বহুবার। আজও (গতকাল) চিঠি দিয়েছি। ফাইল আটকে রয়েছে, কাজ না বোঝার কারণেই এমন হচ্ছে