কক্সবাজারে হোটেল ব্যবসার আড়ালে অস্ত্র বেচাকেনা, গ্রেপ্তার ২
কক্সবাজারে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও আধুনিক থ্রি নট থ্রি রাইফেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে গুলি, নগদ টাকা ও মোবাইল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার সদর উপজেলার পিএমখালী এবং পর্যটন জোন কলাতলীর মেরিন ইকো রিসোর্ট থেকে তাদের আটক করা হয়।