Ajker Patrika

টেকনাফে ট্রলারডুবি: নাফ নদ থেকে আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে ট্রলারডুবি: নাফ নদ থেকে আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার 

কক্সবাজারের টেকনাফের নাফ নদে ট্রলার ডুবির ঘটনায় আরও নারী-শিশুসহ সাত রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নাফ নদের বিভিন্ন পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন নারী, চার শিশু ও দুজন পুরুষ রয়েছে। মরদেহগুলো উদ্ধারের পর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, এক সপ্তাহের মধ্যে শতাধিক রোহিঙ্গার মরদেহ ভেসে এসেছে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। এতে মংডু টাউনশিপ ও আশপাশের গ্রাম থেকে দলে দলে রোহিঙ্গারা সাগর ও নাফ নদ পাড়ি দিয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করছে। এর মধ্যে বৈরী আবহাওয়ায় কয়েকটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত