দাঙ্গার বিলে বালু লুটের হাঙ্গামা
কোথাও ১৫ ফুট, কোথাও ২০, আবার কোথাও ৩০ ফুট গভীর করে কেটে নেওয়া হয়েছে মাটি। এখন শ্যালো মেশিন দিয়ে আরও গভীর থেকে তোলা হচ্ছে বালু। গত এক বছর চলছে এভাবে মাটি ও বালু লুটের ঘটনা। ভূমিতে এমন ধ্বংসযজ্ঞের কারণে হুমকির মুখে পড়েছে বিলের এক পাশের বঙ্গবন্ধু সাফারি পার্ক এবং অন্য দুই পাশের পাহাড়ি টিলার গ্রাম। এরই