মামলার খরচ ও নেশার টাকার জন্য তপুকে অপহরণ ও খুন: পুলিশ
ছাত্রাবাসের পাশের বাড়িতে থাকার সুবাদে পরিচয় হয় তপুর সঙ্গে। একপর্যায়ে তাকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন ছাত্রাবাসে থাকা সেই বন্ধুরাই। আগের হত্যা মামলার খরচ, ছাত্রাবাসের বকেয়া এবং মাদক সেবনের টাকা জোগাড় করতে এ পরিকল্পনা করেন তিন বন্ধু জয়, ঈসা ও সোহেল।