ঈশ্বরদীতে গুলি ও হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্যসহ দেড়’শ জন আসামি
/পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেড়’শ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।