দেশজুড়ে ইমোর মাধ্যমে প্রতারণা কেন্দ্র লালপুর
ইতালিপ্রবাসী যুবক রেজুয়ান কবির শাকিবের মা-বাবা থাকেন রাজধানীর দক্ষিণ কাফরুলের বাসায়। গত বছরের ডিসেম্বরে তাঁর মায়ের নম্বরে ফোন আসে ছেলে শাকিবের ‘ইমো’ অ্যাপ থেকে। ফোন করা যুবক তাঁকে জানান, আপনার ছেলেকে ইতালি পুলিশ আটক করেছে। দেড় লাখ টাকা না দিলে জেলে পাঠাবে।