পেগাসাসে মিলেছে ফরাসির প্রেসিডেন্টের নম্বরও
ফরাসিভিত্তিক সংবাদমাধ্যম এলসিআই টেলিভিশনকে ফরবিডেন স্টোরিজের প্রধান লরেন্ট রিচার্ড বলেন, আমরা এই নম্বরগুলো পেয়েছি কিন্তু আমরা মাখোঁর ফোনের প্রযুক্তিগত বিশ্লেষণ করতে পারিনি। তাই বলা যাচ্ছে না এটি ম্যালওয়্যারের শিকার হয়েছিল কি-না...