মুলাদীতে এক রাতে ১০ নলকূপ চুরি, পানিসংকটে শতাধিক পরিবার
বরিশালের মুলাদীতে এক রাতে ১০ বাড়ির গভীর নলকূপ চুরি হয়েছে। এতে পার্শ্ববর্তী এলাকা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে ওই গ্রামের প্রায় শতাধিক পরিবারের। অন্যদিকে প্রচণ্ড গরমে অধিকাংশ পুকুরের পানিও শুকিয়ে গেছে। যেটুকু আছে, তা গরমে ব্যবহার অনুপযোগী থাকছে অধিকাংশ সময়। এতে তীব্র পানিসংকটে পড়েছে পরিবারগুলো...