আর্জেন্টিনার সঙ্গে আরও ১৫ বছর থাকতে চান স্কালোনি
তীরে এসে তরি ডোবার অসংখ্য গল্প পেছনে ফেলে আর্জেন্টিনা এখন আনন্দের সাগরে ভাসছে। ২৮ বছরে কত তারকা ফুটবলার, কত মাস্টারমাইন্ড কোচ এল, তবে কাঙ্ক্ষিত শিরোপার দেখায় যেন মিলছিল না। খাদের কিনারায় চলে যাওয়া টালমাটাল সেই সময় আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়েছিলেন লিওনেল স্কালোনি। তারপরের গল্প সবার জানা।