‘পিএসজির মেসির চেয়ে আর্জেন্টিনার মেসি কঠিন’
২২তম ফুটবল বিশ্বকাপ শেষের ২০ দিন পেরিয়ে গেছে। তারপরও বিশ্বকাপের আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সেমিফাইনালের স্মৃতি যেন ভুলতেই পারছেন না জোস্কো গাভারদিওল। যে ম্যাচে গাভারদিওলকে নাকানিচুবানি খাইয়েছিলেন লিওনেল মেসি। ক্রোয়াট এই ডিফেন্ডারের মতে, আর্জেন্টিনার এই মেসিকে আটকানো সবচেয়ে কঠিন।