Ajker Patrika

২০২২ সালের সেরা ফুটবলার মেসি

ক্রীড়া ডেস্ক
২০২২ সালের সেরা ফুটবলার মেসি

নিজের আরাধ্য স্বপ্ন পূরণের পর গতকাল পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। গার্ড অব অনারের মাধ্যমে বিশ্বকাপজয়ী অধিনায়ককে বরণ করেছে লিগ ১ চ্যাম্পিয়নরা। ক্লাব থেকে উষ্ণ অভ্যর্থনার পর পিএসজি তারকা নতুন বছরের শুরুটাও করছেন দুর্দান্ত এক পুরস্কার দিয়ে।

২০২২ সালের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাস্টিকসের (আইএফএফএইচএস) জরিপে এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ভোটাভুটির মাধ্যমে গতকাল সেরা ফুটবলার নির্বাচিত হন তিনি।

২৭৫ ভোট নিয়ে এই পুরস্কার জেতেন মেসি। তাঁর পরেই আছেন ক্লাব সতীর্থ ও বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপ্পে। ৩৫ ভোটে দ্বিতীয় স্থানে আছেন ফরাসি ফরোয়ার্ড। এরপরে আছেন এমবাপ্পের স্বদেশি করিম বেনজামা (৩০), লুকা মদরিচ (১৫) ও আর্লিং হালান্ড (৫)।

এ নিয়ে ১২ তম বারের মতো আইএফএফএইচএসের এই পুরস্কার জিতলেন মেসি। সঙ্গে ২০২২ সালের সেরা গোলদাতার পুরস্কারও পেয়েছেন মেসি। এ পুরস্কারেও পেছনে ফেলেছেন এমবাপ্পেকে। ২২ গোল নিয়ে সেরা গোলদাতা হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। আর ২১ গোল নিয়ে দ্বিতীয় হয়েছেন ফরাসি তারকা। ২০১১ ও ২০১২ সালের পর তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন সাবেক বার্সেলোনা তারকা।

১৯৮৮ সাল থেকে এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে আইএফএফএইচএস।  প্রথম তিন বছর নিজেরাই দিলেও ১৯৯১ সাল থেকে ফিফার সঙ্গে যৌথভাবে দিচ্ছিল তারা। ২০২০ সালে আবারও আলাদাভাবে পুরস্কারটি দেওয়া শুরু করে ফেডারেশনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকরা

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত