ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, কমবে কি তাপমাত্রা
ঢাকা ও আশপাশের এলাকায় গত কয়েকদিন ধরেই বিরাজ করছে অস্বস্তিকর গরম। বৃষ্টি হলেও কমছে না তাপমাত্রা। তবে, আজ হালকা বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।