আফগান এই ক্রিকেটার মানুষ নাকি ‘রোবট’
আফগানিস্তানের মোহাম্মদ গজনফার মানুষ নাকি রোবট-অনেকের মনেই এই কৌতূহলী প্রশ্ন। কারণ, ক্রিকেটের ব্যস্ত সূচিতে বেশির ভাগ ক্রিকেটার বেছে বেছে খেললেও গজনফার সেই পথে হাঁটছেন না। বিরামহীন যন্ত্রের মতো খেলে যাচ্ছেন সব জায়গায়।অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, আবুধাবি টি-টেন বাদ যাচ্ছে না কোনো টুর্নামেন্ট।