খনি কোম্পানির দখলে জমি, আদিবাসী নারীদের গণ-আত্মহত্যার হুমকি
মাদুগুলা মণ্ডল রাজস্ব কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন এবং মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করে কৃষাণীরা বলেন, বাগানের ভেতর দিয়ে রাস্তা তৈরি করতে খনি কোম্পানিকে বাধা দিলে আমাদের মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমরা চাই, যুগ্ম কালেক্টর এর তদন্ত করুন।