কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও উড়ল ফানুস, আতশবাজি আর বারবিকিউ পার্টিতে নতুন বছর বরণ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এবার থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পার্টি, ফানুস উড়ানোসহ উন্মুক্ত স্থানে সব ধরনের আয়োজনে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকেই রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।