কুষ্টিয়ায় ‘শীর্ষ সন্ত্রাসী’ লিপটন তিন সহযোগিসহ আটক, অস্ত্র-গুলি জব্দ
কুষ্টিয়ায় ‘শীর্ষ সন্ত্রাসী’ জাহাঙ্গীর কবির লিপটনকে (৪৮) তিন সহযোগীসহ আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার সকালে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বচারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় ৬টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, ম্যাগজিন, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।