গোডাউন থেকে রেললাইনের পাত চুরি, প্রকৌশলী আটক
গোপনে রেললাইনের পাত (রেললাইন) ও মালামাল বিক্রির অভিযোগে এক কর্মকর্তাকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাঁকে নিজ কার্যালয় থেকে আটক করা হয়। সৈয়দপুর, নীলফামারী, প্রকৌশলী, চুরি, রংপুর, জেলার খবর