৩২ দেশকে আদালতের কাঠগড়ায় নিলেন নতুন প্রজন্মের ৬ জন
ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশ ছাড়াও এই তালিকায় আছে যুক্তরাজ্য, নরওয়ে, রাশিয়া, সুইজারল্যান্ড ও তুরস্ক। এই ৩২টি দেশের বিরুদ্ধে সম্প্রতি মামলা ঠুকে দিয়েছেন ২৪ বছর বয়সী ক্লাউদিয়া, তাঁর ২০ বছর বয়সী ভাই মার্তিম, ১১ বছর বয়সী বোন মারিয়ানা সহ নতুন প্রজন্মের ছয় পর্তুগিজ।