যে সিনেমা রক্ষা করেছে অ্যাঞ্জেলিনা জোলিকে
২০১৯ সাল। ‘দোজ হু উইশ মি ডেড’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হ্যানা ফেবার নামে এক অগ্নিনির্বাপককর্মীর চরিত্র। আলাদা কোনো বিশেষত্ব নেই। তবে এ সিনেমাই হয়ে ওঠে জোলির জন্য বিশেষ কিছু।