ঢাকা: ২০১৯ সাল। ‘দোজ হু উইশ মি ডেড’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হ্যানা ফেবার নামে এক অগ্নিনির্বাপককর্মীর চরিত্র। আলাদা কোনো বিশেষত্ব নেই। তবে এ সিনেমাই হয়ে ওঠে জোলির জন্য বিশেষ কিছু।
বিচ্ছেদ, সংসার, সন্তান সামলানো মিলিয়ে তখন বেশ বিপর্যস্ত ছিলেন। ওই সময় সিনেমাটি তাঁকে যেন অনেকটাই উদ্ধার করে। হ্যানার চরিত্র তাঁকে ব্যক্তিগত শোক কাটিয়ে উঠতে সাহায্য করে। বলছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, ‘এ সিনেমায় অভিনয় করা ছিল খুব ভালো সিদ্ধান্ত। ব্যক্তিগত দুঃখ থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছিলাম। চরিত্রটি আমাকে সেরে উঠতে সাহায্য করেছে।’
১৪ মে সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দোজ হু উইশ মি ডেড’। এসেছে ‘এইচবিও ম্যাক্স’ অ্যাপেও। মহামারির কারণে যুক্তরাষ্ট্রের বক্স অফিসের পরিস্থিতি তেমন ভালো নয়। দেশটিতে এখনো ৬৫ শতাংশ সিনেমা হলই বন্ধ। দর্শক এখনো ব্যাপকভাবে সিনেমা হলে ফেরেনি। এই অবস্থা কাঁধে নিয়ে মুক্তি পাওয়া ‘দোজ হু উইশ মি ডেড’ যে তুমুল ব্যবসাসফল হবে না, সেই ইঙ্গিত দিয়েছিলেন অনেক বিশ্লেষকই। তবে জোলির কাছে এটা ‘অ্যাকশন থ্রিলার’ হিসেবে বেশ ভালো মানের ছবি।
দেখুন ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার ট্রেলার:
‘দোজ হু উইশ মি ডেড’ বানিয়েছেন টেইলর শেরিডান। অ্যাকশন-থ্রিলার নির্মাতা হিসেবে বেশ নাম তাঁর। জনপ্রিয় ‘সিকারিও’ সিরিজের দুই সিনেমার চিত্রনাট্যকার তিনি। ২০১৭ সালে বানিয়েছিলেন ‘উইন্ড রিভার’। ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমায় জোলি ছাড়াও আছেন নিকোলাস হল্ট, অ্যাডাম গিলেন, জ্যাক ওয়েবারের মতো অভিনেতারা। একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল নিকোলাস কেজেরও, কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে যান।
‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার প্রধান চরিত্র হ্যানাকে যেতে হয় ভীষণ মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে। বনে আগুন নেভানোর সময় তার চোখের সামনেই মারা যায় তিন তরুণ। মানসিকভাবে ভেঙে পড়ে হ্যানা। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য তাকে অন্যত্র বদলি করা হয়। সেখানেই দানা বাঁধে সিনেমার মূল গল্প।
‘দোজ হু উইশ মি ডেড’ করার পর জোলি বুঝেছেন অভিনয় করলেই তিনি ভালো থাকতে পারেন। তাই ঠিক করেছেন পর্দায় নিয়মিত হবেন। সামনে অভিনেত্রীকে দেখা যাবে মার্ভেলের সিনেমা ‘ইটারনালস’–এ। এতে তিনি প্রথমবারের মতো সুপারহিরো চরিত্র করেছেন। ডিসেম্বরেই ‘ইটারনালস’ মুক্তি পাওয়ার কথা।
ঢাকা: ২০১৯ সাল। ‘দোজ হু উইশ মি ডেড’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হ্যানা ফেবার নামে এক অগ্নিনির্বাপককর্মীর চরিত্র। আলাদা কোনো বিশেষত্ব নেই। তবে এ সিনেমাই হয়ে ওঠে জোলির জন্য বিশেষ কিছু।
বিচ্ছেদ, সংসার, সন্তান সামলানো মিলিয়ে তখন বেশ বিপর্যস্ত ছিলেন। ওই সময় সিনেমাটি তাঁকে যেন অনেকটাই উদ্ধার করে। হ্যানার চরিত্র তাঁকে ব্যক্তিগত শোক কাটিয়ে উঠতে সাহায্য করে। বলছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, ‘এ সিনেমায় অভিনয় করা ছিল খুব ভালো সিদ্ধান্ত। ব্যক্তিগত দুঃখ থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছিলাম। চরিত্রটি আমাকে সেরে উঠতে সাহায্য করেছে।’
১৪ মে সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দোজ হু উইশ মি ডেড’। এসেছে ‘এইচবিও ম্যাক্স’ অ্যাপেও। মহামারির কারণে যুক্তরাষ্ট্রের বক্স অফিসের পরিস্থিতি তেমন ভালো নয়। দেশটিতে এখনো ৬৫ শতাংশ সিনেমা হলই বন্ধ। দর্শক এখনো ব্যাপকভাবে সিনেমা হলে ফেরেনি। এই অবস্থা কাঁধে নিয়ে মুক্তি পাওয়া ‘দোজ হু উইশ মি ডেড’ যে তুমুল ব্যবসাসফল হবে না, সেই ইঙ্গিত দিয়েছিলেন অনেক বিশ্লেষকই। তবে জোলির কাছে এটা ‘অ্যাকশন থ্রিলার’ হিসেবে বেশ ভালো মানের ছবি।
দেখুন ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার ট্রেলার:
‘দোজ হু উইশ মি ডেড’ বানিয়েছেন টেইলর শেরিডান। অ্যাকশন-থ্রিলার নির্মাতা হিসেবে বেশ নাম তাঁর। জনপ্রিয় ‘সিকারিও’ সিরিজের দুই সিনেমার চিত্রনাট্যকার তিনি। ২০১৭ সালে বানিয়েছিলেন ‘উইন্ড রিভার’। ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমায় জোলি ছাড়াও আছেন নিকোলাস হল্ট, অ্যাডাম গিলেন, জ্যাক ওয়েবারের মতো অভিনেতারা। একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল নিকোলাস কেজেরও, কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে যান।
‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার প্রধান চরিত্র হ্যানাকে যেতে হয় ভীষণ মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে। বনে আগুন নেভানোর সময় তার চোখের সামনেই মারা যায় তিন তরুণ। মানসিকভাবে ভেঙে পড়ে হ্যানা। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য তাকে অন্যত্র বদলি করা হয়। সেখানেই দানা বাঁধে সিনেমার মূল গল্প।
‘দোজ হু উইশ মি ডেড’ করার পর জোলি বুঝেছেন অভিনয় করলেই তিনি ভালো থাকতে পারেন। তাই ঠিক করেছেন পর্দায় নিয়মিত হবেন। সামনে অভিনেত্রীকে দেখা যাবে মার্ভেলের সিনেমা ‘ইটারনালস’–এ। এতে তিনি প্রথমবারের মতো সুপারহিরো চরিত্র করেছেন। ডিসেম্বরেই ‘ইটারনালস’ মুক্তি পাওয়ার কথা।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
২৩ মিনিট আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৩৩ মিনিট আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৩৭ মিনিট আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৪২ মিনিট আগে