Ajker Patrika

ফেসবুকে শেয়ার করা যাবে আমাজন প্রাইমের ভিডিও

প্রযুক্তি ডেস্ক
ফেসবুকে শেয়ার করা যাবে আমাজন প্রাইমের ভিডিও

নতুন ফিচার চালু করেছে আমাজন প্রাইম ভিডিও অ্যাপ। ক্লিপ শেয়ারের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী আমাজন প্রাইম থেকে কোনো সিনেমা বা টিভি শোর ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় এবং মেসেজের মাধ্যমে শেয়ার করতে পারবেন।

তবে আপাতত যুক্তরাষ্ট্রের আইওএস ব্যবহারকারীরাই শুধু এ সুযোগ পাচ্ছেন। এই ফিচারের মাধ্যমে প্রাথমিকভাবে অল্প কিছু টিভি শোর ভিডিও ক্লিপ তৈরি ও শেয়ার করা যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দ্য বয়েজ, দ্য ওয়াইল্ডস, ইনভিন্সিবল ও ফেয়ারফ্যাক্স টিভি শোগুলোর প্রথম সিজন। এই শোগুলো দেখার সময়, নতুন যুক্ত হওয়া ‘শেয়ার অ্যা ক্লিপ’ বাটনে ক্লিক করে ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও ক্লিপ নেওয়া যাবে। ওই বাটনে ক্লিক করলেই চালু থাকা শো সাময়িক বন্ধ হয়ে একটি নতুন স্ক্রিন চলে আসবে। যেখান থেকে সহজেই ওই শোর ভিডিও ক্লিপ সংগ্রহ করে নিজের মতো করে সম্পাদনা করা যাবে। 

কোথাও শেয়ার দেওয়ার আগে ভিডিও ক্লিপটির কোথাও ভুল আছে কি-না তা দেখার সুযোগ রয়েছে। ক্লিপটি পুরোপুরি তৈরি হয়ে গেলে, শেয়ার আইকনের মাধ্যমে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, আই মেসেজ, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে। 

এখন পর্যন্ত নেটফ্লিক্স, ডিজনি প্লাস এবং হুলুর মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোয় এ সুবিধা নেই। এমনকি এই প্ল্যাটফর্মগুলো থেকে স্ক্রিনশট নিতে গেলে ব্ল্যাকআউট ইমেজ চলে আসে। তবে এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে চাচ্ছে আমাজন। তাই নিকট ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের সব সিনেমা ও টিভি শো থেকে ভিডিও ক্লিপ তৈরি করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

নতুন ইউজারদের আকৃষ্ট করতেই ভিডিও ক্লিপ শেয়ারের সিদ্ধান্ত আমাজন প্রাইমের নতুন কৌশল। এতে ব্যবহারকারী বহু গুণে বাড়বে বলেই আশা করছে আমাজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত