অনলাইন ডেস্ক
ডিজিটাল যুগে ছবি ও ভিডিও শেয়ার করার অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ইনস্টাগ্রাম। তবে অনেক সময় কোনো পোস্ট মুছে না ফেলে সেটিকে সাময়িকভাবে ফলোয়ারদের থেকে আড়ালে রাখার প্রয়োজন হয়। ঠিক এই কাজটিই করতে সাহায্য করে ইনস্টাগ্রামের ‘আর্কাইভ’ ফিচার। এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা তাঁদের পোস্টগুলো ডিলিট না করেই প্রোফাইল থেকে লুকিয়ে রাখতে পারেন এবং পরে চাইলে আবার ফিরে আনতে পারেন।
এ ছাড়া ছবি রাখার স্টোরেজ হিসেবে ইনস্টাগ্রামকে ব্যবহার করার ক্ষেত্রেও ফিচারটি বেশ কার্যকর। যেসব ব্যক্তিগত ছবি অন্যদের না দেখিয়ে ইনস্টাগ্রামে শুধু সংরক্ষণ করতে চান, তাঁরা এই ফিচার ব্যবহার করতে পারে। ইনস্টাগ্রামে একই সঙ্গে একাধিক পোস্ট আর্কাইভ করা যায়।
ইনস্টাগ্রামের পোস্ট আর্কাইভ করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘ইউওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার নিচের দিকে স্ক্রল করে ‘পোস্টস’ অপশন কুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৬. এখন নতুন একটি পেজে আপনার সবগুলো পোস্ট দেখা যাবে। ওপরের দিকে কিছু ফিল্টারও (নিউয়েস্ট টু ওল্ডেস্ট, অল ডেটস ও ইনক্লুডস লোকেশন) রয়েছে। অনেক পোস্টের ভিড়ে কাঙ্ক্ষিত পোস্টটি এসব ফিল্টারের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে।
৭. এবার পোস্ট নির্বাচন করতে ডান পাশের ওপরের দিকে ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন।
৮. এরপর যেসব পোস্ট আর্কাইভ করতে চান তা তার ওপর ট্যাপ করুন।
৯. পোস্টগুলো নির্বাচন করার পরে নিচের বাম দিকে ‘আর্কাইভ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে পোস্টগুলো আর্কাইভ হয়ে যাবে।
একইভাবে আপনার তৈরি যেকোনো রিলসও আর্কাইভ করতে পারবেন।
পোস্ট আন-আর্কাইভ করবেন যেভাবে
ইনস্টাগ্রামের আর্কাইভ করা পোস্টগুলো সহজেই প্রোফাইলে ফিরিয়ে আনা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে আর্কাইভ বাটনে ট্যাপ করুন।
৫. আর্কাইভ মেনুতে স্টোরি, পোস্ট ও লাইভের আর্কাইভ থাকবে। আর্কাইভ ফোল্ডারে পোস্ট গুলো দেখতে চাইলে একদম ওপরের দিকে থাকা নিম্নমুখী তীরে ট্যাপ করুন। এর ফলে ছোট একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘পোস্টস আর্কাইভ’ অপশনে ট্যাপ করুন। ফলে আর্কাইভ করা পোস্টগুলো দেখা যাবে।
৭. এবার যে পোস্টটি ফিরিয়ে আনতে চান সেই পোস্টের ওপর ট্যাপ করুন।
৮. পোস্টটি চালু হলে ওপরের ডান পাশে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৯. মেনু থেকে ‘শো অন প্রোফাইল’ বাটনে ট্যাপ করুন।
এভাবে পোস্টটি আর্কাইভ ফোল্ডার থেকে প্রোফাইলে চলে আসবে এবং আপনার ফলোয়াররা তা দেখতে পারবে।
ডিজিটাল যুগে ছবি ও ভিডিও শেয়ার করার অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ইনস্টাগ্রাম। তবে অনেক সময় কোনো পোস্ট মুছে না ফেলে সেটিকে সাময়িকভাবে ফলোয়ারদের থেকে আড়ালে রাখার প্রয়োজন হয়। ঠিক এই কাজটিই করতে সাহায্য করে ইনস্টাগ্রামের ‘আর্কাইভ’ ফিচার। এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা তাঁদের পোস্টগুলো ডিলিট না করেই প্রোফাইল থেকে লুকিয়ে রাখতে পারেন এবং পরে চাইলে আবার ফিরে আনতে পারেন।
এ ছাড়া ছবি রাখার স্টোরেজ হিসেবে ইনস্টাগ্রামকে ব্যবহার করার ক্ষেত্রেও ফিচারটি বেশ কার্যকর। যেসব ব্যক্তিগত ছবি অন্যদের না দেখিয়ে ইনস্টাগ্রামে শুধু সংরক্ষণ করতে চান, তাঁরা এই ফিচার ব্যবহার করতে পারে। ইনস্টাগ্রামে একই সঙ্গে একাধিক পোস্ট আর্কাইভ করা যায়।
ইনস্টাগ্রামের পোস্ট আর্কাইভ করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘ইউওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার নিচের দিকে স্ক্রল করে ‘পোস্টস’ অপশন কুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৬. এখন নতুন একটি পেজে আপনার সবগুলো পোস্ট দেখা যাবে। ওপরের দিকে কিছু ফিল্টারও (নিউয়েস্ট টু ওল্ডেস্ট, অল ডেটস ও ইনক্লুডস লোকেশন) রয়েছে। অনেক পোস্টের ভিড়ে কাঙ্ক্ষিত পোস্টটি এসব ফিল্টারের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে।
৭. এবার পোস্ট নির্বাচন করতে ডান পাশের ওপরের দিকে ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন।
৮. এরপর যেসব পোস্ট আর্কাইভ করতে চান তা তার ওপর ট্যাপ করুন।
৯. পোস্টগুলো নির্বাচন করার পরে নিচের বাম দিকে ‘আর্কাইভ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে পোস্টগুলো আর্কাইভ হয়ে যাবে।
একইভাবে আপনার তৈরি যেকোনো রিলসও আর্কাইভ করতে পারবেন।
পোস্ট আন-আর্কাইভ করবেন যেভাবে
ইনস্টাগ্রামের আর্কাইভ করা পোস্টগুলো সহজেই প্রোফাইলে ফিরিয়ে আনা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে আর্কাইভ বাটনে ট্যাপ করুন।
৫. আর্কাইভ মেনুতে স্টোরি, পোস্ট ও লাইভের আর্কাইভ থাকবে। আর্কাইভ ফোল্ডারে পোস্ট গুলো দেখতে চাইলে একদম ওপরের দিকে থাকা নিম্নমুখী তীরে ট্যাপ করুন। এর ফলে ছোট একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘পোস্টস আর্কাইভ’ অপশনে ট্যাপ করুন। ফলে আর্কাইভ করা পোস্টগুলো দেখা যাবে।
৭. এবার যে পোস্টটি ফিরিয়ে আনতে চান সেই পোস্টের ওপর ট্যাপ করুন।
৮. পোস্টটি চালু হলে ওপরের ডান পাশে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৯. মেনু থেকে ‘শো অন প্রোফাইল’ বাটনে ট্যাপ করুন।
এভাবে পোস্টটি আর্কাইভ ফোল্ডার থেকে প্রোফাইলে চলে আসবে এবং আপনার ফলোয়াররা তা দেখতে পারবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে