অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা আসার ফলে চ্যাটবক্সটি অনেক সময় অগোছালো মনে হতে পারে। আবার কিছু মেসেজ পড়া হয়ে গেলেও বিভিন্ন কারণে সেগুলো মুছে ফেলতেও ইচ্ছা হয় না। এসব দোটানায় থাকলে মেসেজগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এ ছাড়া এই ফিচারের আরেকটি সুবিধা হলো—ব্যক্তিগত চ্যাটগুলো অন্যদের কাছ থেকে গোপন করেও রাখা যায়। চ্যাট আর্কাইভ করলে সহজে সংবেদনশীল মেসেজ অন্যদের চোথে পড়বে না। ফিচারটি একক বা গ্রুপ চ্যাট উভয়ের ক্ষেত্রেই কাজ করে।
হোয়াটসঅ্যাপের আর্কাইভ ফিচার কী
হোয়াটসঅ্যাপে মেসেজ আর্কাইভ করা হলে চ্যাটগুলো চ্যাট ট্যাব থেকে সরে গিয়ে আলাদা ফোল্ডারে চলে যায়। আর্কাইভ করার মাধ্যমে মেসেজগুলো মুছে যায় না, বরং সেগুলো শুধু একটি ফোল্ডারে লুকিয়ে থাকে। এটি মেসেজগুলো আরও ভালোভাবে সংগঠিত করতে সাহায্য করে। সেই সঙ্গে যেগুলো আপনি সংরক্ষণ করতে চান, সেগুলো রাখার সুযোগ দেয়।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন চ্যাট ট্যাবে যান। যে চ্যাটটি আর্কাইভ করতে চান, তার ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে করে রাখুন। এরপর নির্বাচিত চ্যাটের পাশে সবুজ রঙের একটি গোলাকার আইকন দেখা গেলে স্ক্রিন থেকে হাত সরিয়ে নেন।
৩. এখন ওপরের ডানদিকের তিনটি ডট আইকনের পাশে ‘আর্কাইভ’ (বক্সের মতো আইকোন) বাটনে ক্লিক করুন এবং ‘আর্কাইভ চ্যাট’ নির্বাচন করুন। এর ফলে কাঙ্ক্ষিত চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।
২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।
৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।
৪. যে চ্যাটটি আন–আর্কাইভ করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
এরপর ওপরের দিকে থাকা ‘আন–আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. স্ক্রিনের নিচে থাকা চ্যাটস আইকনে ক্লিক করুন।
৩. যে চ্যাটটি আপনি আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।
২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।
৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।
৪. যে চ্যাটটি আপনি আন–আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আন–আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ ফোল্ডার থেকে বের হয়ে অন্য চ্যাটগুলোর সঙ্গে থাকবে।
হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা আসার ফলে চ্যাটবক্সটি অনেক সময় অগোছালো মনে হতে পারে। আবার কিছু মেসেজ পড়া হয়ে গেলেও বিভিন্ন কারণে সেগুলো মুছে ফেলতেও ইচ্ছা হয় না। এসব দোটানায় থাকলে মেসেজগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এ ছাড়া এই ফিচারের আরেকটি সুবিধা হলো—ব্যক্তিগত চ্যাটগুলো অন্যদের কাছ থেকে গোপন করেও রাখা যায়। চ্যাট আর্কাইভ করলে সহজে সংবেদনশীল মেসেজ অন্যদের চোথে পড়বে না। ফিচারটি একক বা গ্রুপ চ্যাট উভয়ের ক্ষেত্রেই কাজ করে।
হোয়াটসঅ্যাপের আর্কাইভ ফিচার কী
হোয়াটসঅ্যাপে মেসেজ আর্কাইভ করা হলে চ্যাটগুলো চ্যাট ট্যাব থেকে সরে গিয়ে আলাদা ফোল্ডারে চলে যায়। আর্কাইভ করার মাধ্যমে মেসেজগুলো মুছে যায় না, বরং সেগুলো শুধু একটি ফোল্ডারে লুকিয়ে থাকে। এটি মেসেজগুলো আরও ভালোভাবে সংগঠিত করতে সাহায্য করে। সেই সঙ্গে যেগুলো আপনি সংরক্ষণ করতে চান, সেগুলো রাখার সুযোগ দেয়।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন চ্যাট ট্যাবে যান। যে চ্যাটটি আর্কাইভ করতে চান, তার ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে করে রাখুন। এরপর নির্বাচিত চ্যাটের পাশে সবুজ রঙের একটি গোলাকার আইকন দেখা গেলে স্ক্রিন থেকে হাত সরিয়ে নেন।
৩. এখন ওপরের ডানদিকের তিনটি ডট আইকনের পাশে ‘আর্কাইভ’ (বক্সের মতো আইকোন) বাটনে ক্লিক করুন এবং ‘আর্কাইভ চ্যাট’ নির্বাচন করুন। এর ফলে কাঙ্ক্ষিত চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।
২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।
৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।
৪. যে চ্যাটটি আন–আর্কাইভ করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
এরপর ওপরের দিকে থাকা ‘আন–আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. স্ক্রিনের নিচে থাকা চ্যাটস আইকনে ক্লিক করুন।
৩. যে চ্যাটটি আপনি আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।
২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।
৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।
৪. যে চ্যাটটি আপনি আন–আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আন–আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ ফোল্ডার থেকে বের হয়ে অন্য চ্যাটগুলোর সঙ্গে থাকবে।
গুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২৯ মিনিট আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
২ ঘণ্টা আগেডিপফেক ও ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে গত দুই বছরে প্রতারণা শিকার হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬ হাজার ব্যক্তি। জর্জিয়ার তিবলিসি শহরে অবস্থিত একটি কল সেন্টারের প্রতারণা চক্রটি একাধিক প্রতারণা কার্যক্রম চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ মিলিয়ন ইউরো) হাতিয়ে
২ ঘণ্টা আগেঅ্যাপল ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ক্লাউড পরিষেবাতে প্রবেশের জন্য কোম্পানিটির কাছে একটি ব্যাকডোর বা গোপন কৌশল তৈরির আদেশ দেয় যুক্তরাজ্য সরকার। মূলত অ্যাপলের আইক্লাউড ডেটা ব্যাকআপে প্রবেশের জন্য সরকারকে বিশেষ অনুমতি দেওয়ার উদ্দেশ্যে এই আদেশটি দেওয়া হয়। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে অ্যাপল। সংশ্লিষ
৬ ঘণ্টা আগে