Ajker Patrika

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপে মেসেজ আর্কাইভ করা হলে চ্যাটগুলো চ্যাট ট্যাব থেকে সরে গিয়ে আলাদা ফোল্ডারে চলে যায়। ছবি: মোবাইল সিরাপ
হোয়াটসঅ্যাপে মেসেজ আর্কাইভ করা হলে চ্যাটগুলো চ্যাট ট্যাব থেকে সরে গিয়ে আলাদা ফোল্ডারে চলে যায়। ছবি: মোবাইল সিরাপ

হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা আসার ফলে চ্যাটবক্সটি অনেক সময় অগোছালো মনে হতে পারে। আবার কিছু মেসেজ পড়া হয়ে গেলেও বিভিন্ন কারণে সেগুলো মুছে ফেলতেও ইচ্ছা হয় না। এসব দোটানায় থাকলে মেসেজগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এ ছাড়া এই ফিচারের আরেকটি সুবিধা হলো—ব্যক্তিগত চ্যাটগুলো অন্যদের কাছ থেকে গোপন করেও রাখা যায়। চ্যাট আর্কাইভ করলে সহজে সংবেদনশীল মেসেজ অন্যদের চোথে পড়বে না। ফিচারটি একক বা গ্রুপ চ্যাট উভয়ের ক্ষেত্রেই কাজ করে।

হোয়াটসঅ্যাপের আর্কাইভ ফিচার কী

হোয়াটসঅ্যাপে মেসেজ আর্কাইভ করা হলে চ্যাটগুলো চ্যাট ট্যাব থেকে সরে গিয়ে আলাদা ফোল্ডারে চলে যায়। আর্কাইভ করার মাধ্যমে মেসেজগুলো মুছে যায় না, বরং সেগুলো শুধু একটি ফোল্ডারে লুকিয়ে থাকে। এটি মেসেজগুলো আরও ভালোভাবে সংগঠিত করতে সাহায্য করে। সেই সঙ্গে যেগুলো আপনি সংরক্ষণ করতে চান, সেগুলো রাখার সুযোগ দেয়।

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে

১. হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. এখন চ্যাট ট্যাবে যান। যে চ্যাটটি আর্কাইভ করতে চান, তার ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে করে রাখুন। এরপর নির্বাচিত চ্যাটের পাশে সবুজ রঙের একটি গোলাকার আইকন দেখা গেলে স্ক্রিন থেকে হাত সরিয়ে নেন।

৩. এখন ওপরের ডানদিকের তিনটি ডট আইকনের পাশে ‘আর্কাইভ’ (বক্সের মতো আইকোন) বাটনে ক্লিক করুন এবং ‘আর্কাইভ চ্যাট’ নির্বাচন করুন। এর ফলে কাঙ্ক্ষিত চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে

১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।

২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।

৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।

৪. যে চ্যাটটি আন–আর্কাইভ করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।

এরপর ওপরের দিকে থাকা ‘আন–আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।

আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে

১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।

২. স্ক্রিনের নিচে থাকা চ্যাটস আইকনে ক্লিক করুন।

৩. যে চ্যাটটি আপনি আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।

আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে

১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।

২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।

৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।

৪. যে চ্যাটটি আপনি আন–আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আন–আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ ফোল্ডার থেকে বের হয়ে অন্য চ্যাটগুলোর সঙ্গে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত