হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা আসার ফলে চ্যাটবক্সটি অনেক সময় অগোছালো মনে হতে পারে। আবার কিছু মেসেজ পড়া হয়ে গেলেও বিভিন্ন কারণে সেগুলো মুছে ফেলতেও ইচ্ছা হয় না। এসব দোটানায় থাকলে মেসেজগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এ ছাড়া এই ফিচারের আরেকটি সুবিধা হলো—ব্যক্তিগত চ্যাটগুলো অন্যদের কাছ থেকে গোপন করেও রাখা যায়। চ্যাট আর্কাইভ করলে সহজে সংবেদনশীল মেসেজ অন্যদের চোথে পড়বে না। ফিচারটি একক বা গ্রুপ চ্যাট উভয়ের ক্ষেত্রেই কাজ করে।
হোয়াটসঅ্যাপের আর্কাইভ ফিচার কী
হোয়াটসঅ্যাপে মেসেজ আর্কাইভ করা হলে চ্যাটগুলো চ্যাট ট্যাব থেকে সরে গিয়ে আলাদা ফোল্ডারে চলে যায়। আর্কাইভ করার মাধ্যমে মেসেজগুলো মুছে যায় না, বরং সেগুলো শুধু একটি ফোল্ডারে লুকিয়ে থাকে। এটি মেসেজগুলো আরও ভালোভাবে সংগঠিত করতে সাহায্য করে। সেই সঙ্গে যেগুলো আপনি সংরক্ষণ করতে চান, সেগুলো রাখার সুযোগ দেয়।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন চ্যাট ট্যাবে যান। যে চ্যাটটি আর্কাইভ করতে চান, তার ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে করে রাখুন। এরপর নির্বাচিত চ্যাটের পাশে সবুজ রঙের একটি গোলাকার আইকন দেখা গেলে স্ক্রিন থেকে হাত সরিয়ে নেন।
৩. এখন ওপরের ডানদিকের তিনটি ডট আইকনের পাশে ‘আর্কাইভ’ (বক্সের মতো আইকোন) বাটনে ক্লিক করুন এবং ‘আর্কাইভ চ্যাট’ নির্বাচন করুন। এর ফলে কাঙ্ক্ষিত চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।
২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।
৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।
৪. যে চ্যাটটি আন–আর্কাইভ করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
এরপর ওপরের দিকে থাকা ‘আন–আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. স্ক্রিনের নিচে থাকা চ্যাটস আইকনে ক্লিক করুন।
৩. যে চ্যাটটি আপনি আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।
২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।
৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।
৪. যে চ্যাটটি আপনি আন–আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আন–আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ ফোল্ডার থেকে বের হয়ে অন্য চ্যাটগুলোর সঙ্গে থাকবে।
হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা আসার ফলে চ্যাটবক্সটি অনেক সময় অগোছালো মনে হতে পারে। আবার কিছু মেসেজ পড়া হয়ে গেলেও বিভিন্ন কারণে সেগুলো মুছে ফেলতেও ইচ্ছা হয় না। এসব দোটানায় থাকলে মেসেজগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এ ছাড়া এই ফিচারের আরেকটি সুবিধা হলো—ব্যক্তিগত চ্যাটগুলো অন্যদের কাছ থেকে গোপন করেও রাখা যায়। চ্যাট আর্কাইভ করলে সহজে সংবেদনশীল মেসেজ অন্যদের চোথে পড়বে না। ফিচারটি একক বা গ্রুপ চ্যাট উভয়ের ক্ষেত্রেই কাজ করে।
হোয়াটসঅ্যাপের আর্কাইভ ফিচার কী
হোয়াটসঅ্যাপে মেসেজ আর্কাইভ করা হলে চ্যাটগুলো চ্যাট ট্যাব থেকে সরে গিয়ে আলাদা ফোল্ডারে চলে যায়। আর্কাইভ করার মাধ্যমে মেসেজগুলো মুছে যায় না, বরং সেগুলো শুধু একটি ফোল্ডারে লুকিয়ে থাকে। এটি মেসেজগুলো আরও ভালোভাবে সংগঠিত করতে সাহায্য করে। সেই সঙ্গে যেগুলো আপনি সংরক্ষণ করতে চান, সেগুলো রাখার সুযোগ দেয়।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন চ্যাট ট্যাবে যান। যে চ্যাটটি আর্কাইভ করতে চান, তার ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে করে রাখুন। এরপর নির্বাচিত চ্যাটের পাশে সবুজ রঙের একটি গোলাকার আইকন দেখা গেলে স্ক্রিন থেকে হাত সরিয়ে নেন।
৩. এখন ওপরের ডানদিকের তিনটি ডট আইকনের পাশে ‘আর্কাইভ’ (বক্সের মতো আইকোন) বাটনে ক্লিক করুন এবং ‘আর্কাইভ চ্যাট’ নির্বাচন করুন। এর ফলে কাঙ্ক্ষিত চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।
২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।
৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।
৪. যে চ্যাটটি আন–আর্কাইভ করতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
এরপর ওপরের দিকে থাকা ‘আন–আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. স্ক্রিনের নিচে থাকা চ্যাটস আইকনে ক্লিক করুন।
৩. যে চ্যাটটি আপনি আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ হয়ে যাবে।
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট আন–আর্কাইভ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন। এখন চ্যাট ট্যাবে থাকা অবস্থায় স্ক্রিনটি নিচের দিকে টানুন।
২. এখন সব চ্যাটথ্রেডের ওপরে ‘আর্কাইভ’ ফোল্ডারটি দেখা যাবে।
৩. আর্কাইভ ফোল্ডারের ওপর ট্যাপ করুন।
৪. যে চ্যাটটি আপনি আন–আর্কাইভ করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। তারপর মেসেজটিকে বামদিকে টেনে ‘আন–আর্কাইভ’ অপশন নির্বাচন করুন। এভাবে চ্যাটটি আর্কাইভ ফোল্ডার থেকে বের হয়ে অন্য চ্যাটগুলোর সঙ্গে থাকবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
৩ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৭ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৯ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১০ ঘণ্টা আগে