অনলাইন ডেস্ক
আধুনিক যুগে অধিকাংশের কাছে অন্তত ডজনখানেক ডিজিটাল অ্যাকাউন্ট রয়েছে। যেমন—ই-মেইল, সোশ্যাল মিডিয়া, পেমেন্ট সার্ভিস অ্যাকাউন্ট। এসব ডিজিটাল প্ল্যাটফর্মে পাসওয়ার্ডগুলো নিরাপদ এবং সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড দুর্বল হলে বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি হয়ে যেতে পারে।
তাই বিভিন্ন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এমন পাসওয়ার্ড প্রয়োজন, যা অনন্য এবং দীর্ঘ। তবে এতগুলো পাসওয়ার্ড সব সময় মনে থাকেও না। তখন অ্যাকাউন্টে লগইন করতে ঝামেলা পোহাতে হয়। এই সমস্যা সমাধানের জন্য একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন, যা আপনার সমস্ত লগইন তথ্য ও পাসওয়ার্ড মনে রাখবে। এমনকি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতেও সাহায্য করবে। বিভিন্ন কোম্পানির পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে। এর মধ্যে নির্ভরশীল ও নিরাপদ হলো গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এটি বিনা মূল্যে ব্যবহার করা যায় এবং বেশির ভাগ ডিভাইসে কাজ করে।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটআপ করবেন যেভাবে
যদি আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজারের নতুন ব্যবহারকারী হন, তবে শুরু করার সবচেয়ে উপযুক্ত জায়গা হলো—ডেস্কটপে গুগল ক্রোম।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটআপ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ডেস্কটপ থেকে গুগল ক্রোমে প্রবেশ করুন।
২. যেকোনো খোলা ট্যাবে ওপরের ডান দিকে থাকা তিনটি ডট (মেনু) ক্লিক করুন।
৩. মেনু থেকে ‘পাসওয়ার্ডস অ্যান্ড অটোফিল’ অপশনে ট্যাপ করুন।
৪. এবার গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন নির্বাচন করুন।
এখানে আপনি পাসওয়ার্ড এডিট করতে পারবেন, দুর্বল এবং একই ধরনের পাসওয়ার্ড চেক করতে পারবেন। সে সঙ্গে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ক্রোমের মধ্যে কীভাবে কাজ করবে তা বুঝতে পারবেন।
৫. আপনার সব পাসওয়ার্ড মনে রাখার জন্য এই প্ল্যাটফর্মের সেটিংস অপশন নির্বাচন করুন। এখন ‘অফার সেভ পাসওয়ার্ডস অ্যান্ড পাসকি’ অপশনের পাশের টগল অপশনটি চালু করুন। এর ফলে গুগলের পাসওয়ার্ড ম্যানেজার আপনার সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখবে।
৬. এখন ‘সাইন-ইন অটোমেটাকালি’ অপশনটি চালু করতে পারেন। এর ফলে, কোনো অ্যাকাউন্টে লগ ইনের সময় স্বয়ংক্রিয়ভাবে সঠিক পাসওয়ার্ডটি বসে যাবে।
তবে যেকোনো ডিভাইস থেকে আপনার পাসওয়ার্ডে অ্যাকসেস পেতে, এই সমস্ত তথ্য আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিংক করতে হবে। সিংকের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোমের যেকোনো ট্যাবে ওপরের ডানদিকে থাকা তিন ডট মেনুতে ক্লিক করুন।
২. তারপর সেটিংস থেকে ‘ইউ অ্যান্ড গুগল’ অপশন নির্বাচন করুন। যদি আপনি ইতিমধ্যেই গুগলে সাইন ইন না হয়ে থাকেন, তবে এখানে সাইন ইন করতে পারবেন।
৩. এখন ‘সিংক অ্যান্ড গুগল সার্ভিসেস’ অপশনে ক্লিক করুন।
৪. এরপর ‘ম্যানেজ হোয়াট ইউ সিংক’ অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ডসহ অন্যান্য ডেটা ক্লাউড এবং বিভিন্ন ডিভাইসে সিংক করার জন্য অনুমতি দিন।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার অ্যান্ড্রয়েডের সঙ্গে গভীরভাবে ইন্টিগ্রেটেড (অন্তর্ভুক্ত) রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনার পাসওয়ার্ডগুলো সেভ এবং অটোমেটিকভাবে রিট্রিভ (পুনরুদ্ধার) করতে সাহায্য করে। নিচে ধাপে ধাপে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অ্যান্ড্রয়েডে সেটআপ করার প্রক্রিয়া দেওয়া হলো।
পিক্সেল ফোনের জন্য
১. ফোনের সেটিংসে যান।
২. সেখানে ‘পাসওয়ার্ড, পাসকিস এবং অ্যাকাউন্টস’ অপশন খুঁজে বের করুন এবং এর ওপর ট্যাপ করুন।
৩. এখন স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটআপ করুন।
৪. এখন পাসওয়ার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে সেভ হতে থাকবে। যেকোনো পরিচিত অ্যাপসে এবং ক্রোমে পাসওয়ার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে।
স্যামসাং গ্যালাক্সি ফোনের জন্য
১. ফোনের সেটিংসে যান।
২. ‘সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি নির্বাচন করুন।
৩. এরপর ‘মোর সিকিউরিটি সেটিংস’-এ ক্লিক করুন।
৪. এবার ‘পাসওয়ার্ড, পাসকিস এবং অটোফিল’ অপশন নির্বাচন করুন।
৫. এখন স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটআপ করুন।
৬. এখন পাসওয়ার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে সেভ হতে থাকবে। যেকোনো পরিচিত অ্যাপে এবং ক্রোমে পাসওয়ার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে।
অ্যান্ড্রয়েড গুগল ক্রোম অ্যাপ
অ্যান্ড্রয়েড গুগল ক্রোম অ্যাপেও গুগল পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করা যায়। তবে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে আপনি সেই একই গুগল অ্যাকাউন্টে সাইন ইন আছে।
১. গুগল ক্রোমে যেকোনো ট্যাবে ওপরের ডানদিকে তিনটি ডট (মেনু) ট্যাপ করুন।
২. তারপর সেটিংসে ক্লিক করুন।
৩. এরপর গুগল পাসওয়ার্ড ম্যানেজার নির্বাচন করুন।
এখন আপনি আপনার পাসওয়ার্ডগুলো দেখতে এবং ব্যবহার করতে পারবেন।
আইফোনে গুগল পাসওয়ার্ড ম্যানেজার
আইফোনে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা সম্ভব। তবে এটি পূর্ণাঙ্গভাবে ইন্টিগ্রেটেড নয়। আইফোনে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের জন্য অ্যাপ স্টোর থেকে গুগল ক্রোম ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যান্ড্রয়েডের মতো একইভাবে আইওএসের ক্রোমে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সেটিংস চালু করতে হবে।
এখন আইফোনে ক্রোম ছাড়াও অন্যান্য অ্যাপে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইওএস সেটিংস এ যান।
২. এখন ‘জেনারেল’ অপশন থেকে ‘অটোফিল এবং পাসওয়ার্ডস’ অপশন নির্বাচন করুন।
৩. এরপর ক্রোম চালু করুন।
এর মাধ্যমে ক্রোম ছাড়া অন্যান্য আইওএস অ্যাপে আপনার সেভ করা লগইন তথ্য ব্যবহার করে সাইন ইন করতে পারবেন। তবে নতুন তথ্য সেভ করা যাবে না।
গুগল পাসওয়ার্ড ম্যানেজারে লগইন তথ্য ম্যানেজ করা
একবার আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার সব ডিভাইসে সেটআপ করে ফেললে, সবকিছু বেশ সোজা হয়ে যাবে। প্রতিবার আপনি যখন কোনো ওয়েবসাইট বা অ্যাপে প্রথমবার লগইন করবেন, আপনাকে জানতে চাওয়া হবে যে আপনি কি লগইন তথ্য সেভ করতে চান (এবং যদি আপনি পাসওয়ার্ড আপডেট করেন, তখন আরেকটি প্রম্পট দেখাবে)। এই অনুমতি দিলে যখন আপনি কোনো ওয়েবসাইট বা অ্যাপ খুলবেন তখন তা গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে চিহ্নিত হবে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে লগইন তথ্য পূর্ণ করে দেবে।
লগইন তথ্য অনুসন্ধান এবং এডিট করা
১. ওয়েব ইন্টারফেসে লগইন করুন এবং আপনি অথবা সাইট বা অ্যাপ অনুসন্ধান করতে পারেন, অথবা তালিকা ঘুরে দেখতে পারেন।
২. এন্ট্রিতে ক্লিক করুন এবং আপনি লগইন তথ্য দেখতে পারবেন। সেই সঙ্গে নিচের অপশনগুলোও পাবেন।
পাসওয়ার্ড সতর্কতা
গুগল পাসওয়ার্ড ম্যানেজারের প্রথম পেজে এবং ইনডিভিজুয়াল লিস্টিং পেজে আপনি দুর্বল পাসওয়ার্ড, ডুপ্লিকেট পাসওয়ার্ড এবং ডেটা লিকে প্রকাশিত পাসওয়ার্ড সম্পর্কে সতর্কতা দেখতে পারবেন। যখনই আপনি এই সতর্কতাগুলো দেখতে পাবেন, তখন এটি আপনার পাসওয়ার্ড শিগগিরই পরিবর্তন করতে হবে।
আধুনিক যুগে অধিকাংশের কাছে অন্তত ডজনখানেক ডিজিটাল অ্যাকাউন্ট রয়েছে। যেমন—ই-মেইল, সোশ্যাল মিডিয়া, পেমেন্ট সার্ভিস অ্যাকাউন্ট। এসব ডিজিটাল প্ল্যাটফর্মে পাসওয়ার্ডগুলো নিরাপদ এবং সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড দুর্বল হলে বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি হয়ে যেতে পারে।
তাই বিভিন্ন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এমন পাসওয়ার্ড প্রয়োজন, যা অনন্য এবং দীর্ঘ। তবে এতগুলো পাসওয়ার্ড সব সময় মনে থাকেও না। তখন অ্যাকাউন্টে লগইন করতে ঝামেলা পোহাতে হয়। এই সমস্যা সমাধানের জন্য একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন, যা আপনার সমস্ত লগইন তথ্য ও পাসওয়ার্ড মনে রাখবে। এমনকি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতেও সাহায্য করবে। বিভিন্ন কোম্পানির পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে। এর মধ্যে নির্ভরশীল ও নিরাপদ হলো গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এটি বিনা মূল্যে ব্যবহার করা যায় এবং বেশির ভাগ ডিভাইসে কাজ করে।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটআপ করবেন যেভাবে
যদি আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজারের নতুন ব্যবহারকারী হন, তবে শুরু করার সবচেয়ে উপযুক্ত জায়গা হলো—ডেস্কটপে গুগল ক্রোম।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটআপ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ডেস্কটপ থেকে গুগল ক্রোমে প্রবেশ করুন।
২. যেকোনো খোলা ট্যাবে ওপরের ডান দিকে থাকা তিনটি ডট (মেনু) ক্লিক করুন।
৩. মেনু থেকে ‘পাসওয়ার্ডস অ্যান্ড অটোফিল’ অপশনে ট্যাপ করুন।
৪. এবার গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন নির্বাচন করুন।
এখানে আপনি পাসওয়ার্ড এডিট করতে পারবেন, দুর্বল এবং একই ধরনের পাসওয়ার্ড চেক করতে পারবেন। সে সঙ্গে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ক্রোমের মধ্যে কীভাবে কাজ করবে তা বুঝতে পারবেন।
৫. আপনার সব পাসওয়ার্ড মনে রাখার জন্য এই প্ল্যাটফর্মের সেটিংস অপশন নির্বাচন করুন। এখন ‘অফার সেভ পাসওয়ার্ডস অ্যান্ড পাসকি’ অপশনের পাশের টগল অপশনটি চালু করুন। এর ফলে গুগলের পাসওয়ার্ড ম্যানেজার আপনার সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখবে।
৬. এখন ‘সাইন-ইন অটোমেটাকালি’ অপশনটি চালু করতে পারেন। এর ফলে, কোনো অ্যাকাউন্টে লগ ইনের সময় স্বয়ংক্রিয়ভাবে সঠিক পাসওয়ার্ডটি বসে যাবে।
তবে যেকোনো ডিভাইস থেকে আপনার পাসওয়ার্ডে অ্যাকসেস পেতে, এই সমস্ত তথ্য আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিংক করতে হবে। সিংকের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোমের যেকোনো ট্যাবে ওপরের ডানদিকে থাকা তিন ডট মেনুতে ক্লিক করুন।
২. তারপর সেটিংস থেকে ‘ইউ অ্যান্ড গুগল’ অপশন নির্বাচন করুন। যদি আপনি ইতিমধ্যেই গুগলে সাইন ইন না হয়ে থাকেন, তবে এখানে সাইন ইন করতে পারবেন।
৩. এখন ‘সিংক অ্যান্ড গুগল সার্ভিসেস’ অপশনে ক্লিক করুন।
৪. এরপর ‘ম্যানেজ হোয়াট ইউ সিংক’ অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ডসহ অন্যান্য ডেটা ক্লাউড এবং বিভিন্ন ডিভাইসে সিংক করার জন্য অনুমতি দিন।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার অ্যান্ড্রয়েডের সঙ্গে গভীরভাবে ইন্টিগ্রেটেড (অন্তর্ভুক্ত) রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনার পাসওয়ার্ডগুলো সেভ এবং অটোমেটিকভাবে রিট্রিভ (পুনরুদ্ধার) করতে সাহায্য করে। নিচে ধাপে ধাপে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অ্যান্ড্রয়েডে সেটআপ করার প্রক্রিয়া দেওয়া হলো।
পিক্সেল ফোনের জন্য
১. ফোনের সেটিংসে যান।
২. সেখানে ‘পাসওয়ার্ড, পাসকিস এবং অ্যাকাউন্টস’ অপশন খুঁজে বের করুন এবং এর ওপর ট্যাপ করুন।
৩. এখন স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটআপ করুন।
৪. এখন পাসওয়ার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে সেভ হতে থাকবে। যেকোনো পরিচিত অ্যাপসে এবং ক্রোমে পাসওয়ার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে।
স্যামসাং গ্যালাক্সি ফোনের জন্য
১. ফোনের সেটিংসে যান।
২. ‘সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি নির্বাচন করুন।
৩. এরপর ‘মোর সিকিউরিটি সেটিংস’-এ ক্লিক করুন।
৪. এবার ‘পাসওয়ার্ড, পাসকিস এবং অটোফিল’ অপশন নির্বাচন করুন।
৫. এখন স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটআপ করুন।
৬. এখন পাসওয়ার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে সেভ হতে থাকবে। যেকোনো পরিচিত অ্যাপে এবং ক্রোমে পাসওয়ার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে।
অ্যান্ড্রয়েড গুগল ক্রোম অ্যাপ
অ্যান্ড্রয়েড গুগল ক্রোম অ্যাপেও গুগল পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করা যায়। তবে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে আপনি সেই একই গুগল অ্যাকাউন্টে সাইন ইন আছে।
১. গুগল ক্রোমে যেকোনো ট্যাবে ওপরের ডানদিকে তিনটি ডট (মেনু) ট্যাপ করুন।
২. তারপর সেটিংসে ক্লিক করুন।
৩. এরপর গুগল পাসওয়ার্ড ম্যানেজার নির্বাচন করুন।
এখন আপনি আপনার পাসওয়ার্ডগুলো দেখতে এবং ব্যবহার করতে পারবেন।
আইফোনে গুগল পাসওয়ার্ড ম্যানেজার
আইফোনে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা সম্ভব। তবে এটি পূর্ণাঙ্গভাবে ইন্টিগ্রেটেড নয়। আইফোনে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের জন্য অ্যাপ স্টোর থেকে গুগল ক্রোম ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যান্ড্রয়েডের মতো একইভাবে আইওএসের ক্রোমে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সেটিংস চালু করতে হবে।
এখন আইফোনে ক্রোম ছাড়াও অন্যান্য অ্যাপে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইওএস সেটিংস এ যান।
২. এখন ‘জেনারেল’ অপশন থেকে ‘অটোফিল এবং পাসওয়ার্ডস’ অপশন নির্বাচন করুন।
৩. এরপর ক্রোম চালু করুন।
এর মাধ্যমে ক্রোম ছাড়া অন্যান্য আইওএস অ্যাপে আপনার সেভ করা লগইন তথ্য ব্যবহার করে সাইন ইন করতে পারবেন। তবে নতুন তথ্য সেভ করা যাবে না।
গুগল পাসওয়ার্ড ম্যানেজারে লগইন তথ্য ম্যানেজ করা
একবার আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার সব ডিভাইসে সেটআপ করে ফেললে, সবকিছু বেশ সোজা হয়ে যাবে। প্রতিবার আপনি যখন কোনো ওয়েবসাইট বা অ্যাপে প্রথমবার লগইন করবেন, আপনাকে জানতে চাওয়া হবে যে আপনি কি লগইন তথ্য সেভ করতে চান (এবং যদি আপনি পাসওয়ার্ড আপডেট করেন, তখন আরেকটি প্রম্পট দেখাবে)। এই অনুমতি দিলে যখন আপনি কোনো ওয়েবসাইট বা অ্যাপ খুলবেন তখন তা গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে চিহ্নিত হবে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে লগইন তথ্য পূর্ণ করে দেবে।
লগইন তথ্য অনুসন্ধান এবং এডিট করা
১. ওয়েব ইন্টারফেসে লগইন করুন এবং আপনি অথবা সাইট বা অ্যাপ অনুসন্ধান করতে পারেন, অথবা তালিকা ঘুরে দেখতে পারেন।
২. এন্ট্রিতে ক্লিক করুন এবং আপনি লগইন তথ্য দেখতে পারবেন। সেই সঙ্গে নিচের অপশনগুলোও পাবেন।
পাসওয়ার্ড সতর্কতা
গুগল পাসওয়ার্ড ম্যানেজারের প্রথম পেজে এবং ইনডিভিজুয়াল লিস্টিং পেজে আপনি দুর্বল পাসওয়ার্ড, ডুপ্লিকেট পাসওয়ার্ড এবং ডেটা লিকে প্রকাশিত পাসওয়ার্ড সম্পর্কে সতর্কতা দেখতে পারবেন। যখনই আপনি এই সতর্কতাগুলো দেখতে পাবেন, তখন এটি আপনার পাসওয়ার্ড শিগগিরই পরিবর্তন করতে হবে।
চলতি মাসে শেষ হচ্ছে মাইক্রোসফটের সঙ্গে হুয়াওয়ের লাইসেন্স চুক্তি। এই সময়ের মধ্যে চুক্তির মেয়াদ না বাড়ালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে পিসি তৈরি ও বিক্রি করতে পারবে না হুয়াওয়ে। এই কারণে, হুয়াওয়ে সম্ভবত ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম বা নিজেদের তৈরি হারমনি ওএস ব্যবহার করতে হতে পারে...
৬ ঘণ্টা আগেনতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রকাশ করেছে চীনের ইন্টারনেট সার্চ জায়ান্ট বাইদু। এর মধ্যে একটি নতুন রিজনিং বা যৌক্তিক মডেল রয়েছে। কোম্পানিটি দাবি করছে, রিজনিং মডেলটি ডিপসিকের মডেলের সমান কার্যকরী। এসব মডেল বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এর ফলে এআই খাতে প্রতিযোগিতা আরও তীব্র হতে চলছে।
৬ ঘণ্টা আগেগুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নিতে চলেছে গুগলের জনপ্রিয় এআই চ্যাটবট জেমিনি। চলতি বছরেই অ্যান্ড্রয়েড ডিভাইসে এই পরিবর্তন দেখা যাবে। গত শুক্রবার (১৪ মার্চ) এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে গুগল।
৯ ঘণ্টা আগেবর্তমানে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক চ্যাটবট যা মানুষের মতো কথা বলতে এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। চ্যাটজিপিটি এখন অনেক প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় এবং গত বছর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনেছে...
১০ ঘণ্টা আগে