Ajker Patrika

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ০২
টিকটকের ক্রিয়েটরদের জন্যও ট্রেন্ডিং বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। ছবি: স্পটিফাই
টিকটকের ক্রিয়েটরদের জন্যও ট্রেন্ডিং বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। ছবি: স্পটিফাই

সামাজিক যোগাযোগমাধ্যমের মূল চালিকাশক্তি চলমান ট্রেন্ড। একটি ট্রেন্ড যেমন কোনো ব্যবসা বা কনটেন্ট ক্রিয়েটরের অনলাইন উপস্থিতিকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, তেমনি ট্রেন্ড উপেক্ষা করলে পিছিয়ে পড়ার ঝুঁকিও থাকে। এ কারণে ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা অত্যন্ত জরুরি—এটা শুধু প্রাসঙ্গিকতা বজায় রাখে না, বরং দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করতেও সাহায্য করে।

যেসব ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটর সময়ের আগে থেকেই ট্রেন্ডগুলো ধরতে পারেন, তাঁরা সহজেই তাঁদের ফলোয়ার বাড়াতে পারেন, এনগেজমেন্টে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন এবং শেষপর্যন্ত নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেন। টিকটকের ক্রিয়েটরদের জন্যও ট্রেন্ডিং বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।

টিকটকে ট্রেন্ড খুঁজে পাওয়ার সহজ উপায়

১. সার্চবার ব্যবহার করুন

টিকটকের অনুসন্ধান বারে গেলে আপনি স্বয়ংক্রিয়ভাবে কিছু চলমান ট্রেন্ডের পরামর্শ দেখতে পাবেন। যেসব বিষয়ের পাশে আগুনের মতো ইমোজি থাকে, সেগুলোই বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। সার্চ আইকনে ট্যাপ করলেই টিকটক নিজে থেকে ট্রেন্ডিং বিষয়গুলোর একটি তালিকা দেখাবে।

২. টিকটক ট্রেন্ডিং নাও উইজেট যুক্ত করুন

টিকটকের নিজস্ব কিছু উইজেট রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইলের স্ক্রিন থেকে ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন।

যেভাবে উইজেট যুক্ত করবেন—

  • মোবাইলের পর্দায় আঙুল চেপে ধরে রাখুন
  • এরপর একটি মেনু দেখা যাবে।
  • সেখান থেকে ‘উইজেট’ অপশনটি নির্বাচন করুন।
  • এবার ফোনের সব অ্যাপের উইজেট দেখা যাবে।
  • টিকটকের উইজেটগুলো স্ক্রল করে খুঁজে বের করুন।
  • এরপর ‘ট্রেন্ডিং নাও’ উইজেটটি খুঁজে বের করুন।
  • উইজেটটি হোমস্ক্রিনে যুক্ত করুন।

২. টিকটক ট্রেন্ডিং নাও উইজেট যুক্ত করুন

টিকটকের নিজস্ব কিছু উইজেট রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইলের স্ক্রিন থেকে ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন।

যেভাবে উইজেট যুক্ত করবেন—

  • মোবাইলের পর্দায় আঙুল চেপে ধরে রাখুন
  • এরপর একটি মেনু দেখা যাবে।
  • সেখান থেকে ‘উইজেট’ অপশনটি নির্বাচন করুন।
  • এবার ফোনের সব অ্যাপের উইজেট দেখা যাবে।
  • টিকটকের উইজেটগুলো স্ক্রল করে খুঁজে বের করুন।
  • এরপর ‘ট্রেন্ডিং নাও’ উইজেটটি খুঁজে বের করুন।
  • উইজেটটি হোমস্ক্রিনে যুক্ত করুন।

এবার আপনি প্রতিদিনের ট্রেন্ডিং হ্যাশট্যাগ ও চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি জানতে পারবেন। তবে বিভিন্ন ফোনে উইজেট যুক্ত করার প্রক্রিয়া বিভিন্ন রকম।

৩. ফর ইউ পেজ (এফওয়াইপি) স্ক্রল করুন

ট্রেন্ড বুঝতে সবচেয়ে প্রচলিত ও সহজ উপায় হলো ফর ইউ পৃষ্ঠা স্ক্রল করা। স্ক্রল করার সময় খেয়াল করুন কোন সাউন্ড, ভঙ্গি বা আইডিয়া বারবার আসছে।

মানুষ কীভাবে একটি নির্দিষ্ট কনটেন্ট কাঠামো অনুসরণ করছে, তা লক্ষ করুন। ব্যবহার হওয়া সাউন্ডটির পাতায় গিয়ে দেখুন কতগুলো ভিডিও তৈরি হয়েছে এবং সেটি কত দিন ধরে ব্যবহৃত হচ্ছে। এভাবে আপনি সহজেই বুঝতে পারবেন কোন ট্রেন্ডটি সময়মতো ধরতে হবে।

৪. টিকটক ক্রিয়েটিভ সেন্টার ব্যবহার করুন

ক্রিয়েটিভ সেন্টার হলো টিকটকের একটি অফিশিয়াল টুল, যেখানে আপনি—

  • চলমান হ্যাশট্যাগ, গান, ভিডিও ও নির্মাতাদের সম্পর্কে জানতে পারবেন
  • শিল্পক্ষেত্র এবং সময় অনুযায়ী ফিল্টার করে দেখতে পারবেন
  • সম্পৃক্ততা, জনপ্রিয়তা, অঞ্চল ইত্যাদির ভিত্তিতে বিশ্লেষণ করতে পারবেন

এমনকি ভিডিওগুলোর পাতায় গিয়ে লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যাও দেখে নিতে পারবেন, যা আপনাকে বুঝতে সাহায্য করবে কোন ট্রেন্ডটি আপনার জন্য কার্যকর হতে পারে।

৫. সংগীত স্ট্রিমিং তালিকাগুলো দেখুন

স্পটিফাই, অ্যাপল মিউজিক ও গুগল প্লের মতো সংগীত অ্যাপে ‘টিকটক’ লিখে অনুসন্ধান করলে জনপ্রিয় ও চলমান সাউন্ডের তালিকা দেখতে পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত