চলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ। এর আগেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার ও ক্যামেরা নিয়ে বিভিন্ন তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। এবার জানা গেল সিরিজটির চিপসেট সম্পর্কে। এতে সিরিজটির সব মডেলে ও সংস্করণে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতে পারে।
বিষয়টি নিশ্চিত করছে স্যামসাংয়ের বিভিন্ন তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার তারুন ভাটস। তিনি বলেন, গিকবেঞ্চের বেঞ্চমার্কগুলো অনলাইনে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংস্করণের স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস ২৫ মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর (১২ জিবি র্যাম সহ) নিয়ে চালানো হচ্ছে।
এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আন্তর্জাতিক সংস্করণের স্যামসাং গ্যালাক্সি এস ২৪-এ স্যামসাংয়ের নিজস্ব ডিজাইন করা এক্সিনস ২৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে সিরিজের অন্যগুলো সংস্করণে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়।
আন্তর্জাতিক বাজারে (এক্সিনস) এবং অন্যটি কিছু নির্দিষ্ট অঞ্চলে (স্ন্যাপড্রাগন) স্যামসাং দুটি আলাদা চিপসেট ব্যবহার করছে।
এই তথ্যের মাধ্যমে বোঝা যায় যে, স্যামসাং সত্যিই এ বছর স্ন্যাপড্রাগনে পুরোপুরি ঝুঁকছে। গ্যালাক্সি এস ২৫ ফোনগুলোর মধ্যে যে কোন সংস্করণ, যেখানেই বিক্রি হোক না কেন, সবগুলোতে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে।
২০১২ সাল থেকে গ্যালাক্সি এস সিরিজে বিভিন্ন কোম্পানির চিপসেট ব্যবহার করে আসছে স্যামসাং। বিশেষ করে গ্যালাক্সি এস ৩ থেকে। এর আগে পুরোনো মডেলগুলোতে শুধু এক্সিনস চিপসেটই ব্যবহার করা হতো।
গ্যালাক্সি এস ৩-এ ব্যবহৃত চিপসেটগুলো ছিল—এক্সিনস ৪ কোয়াড (যা স্যামসাংয়ের নিজস্ব চিপসেট), কোয়ালকম স্ন্যাপড্রাগন এস ৪ (বিশেষ কিছু অঞ্চলের জন্য ব্যবহার করা হয়) ও স্ন্যাপড্রাগন ৪০ (একইভাবে, কিছু বাজারের জন্য)।
তাই এস সিরিজের ফোনের ভেতরের চিপসেটটি নির্ভর করে কোন অঞ্চলে ফোনটি কেনা হচ্ছে তার ওপর এবং পারফরমেন্সের ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য না, থাকলেও স্ন্যাপড্রাগন চিপসেটগুলোকে সাধারণত বেশি শক্তিশালী এবং দক্ষ বলে মনে করা হয়।
ফোনগুলোতে নিজস্ব এক্সিনস ব্যবহার করলে স্যামসাংয়ের খরচ কম হয় এবং বেশি মুনাফা হয়। তবে এটি একটি জটিল পরিস্থিতি, যেখানে আন্তর্জাতিক লাইসেন্স, সরবরাহ চেইন এবং নতুন চিপসেট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পারফরমেন্সের বিভিন্নতা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কোম্পানিটিকে ভাবতে হয়।
তবে স্ন্যাপড্রাগন চিপসেট সাধারণত ব্যয়বহুল। যদি স্যামসাং এই অতিরিক্ত খরচ গ্রাহকদের থেকে আদায় করে নেয় ফোনের দাম আগের মডেলগুলোর চেয়ে বেশি হতে পারে।
তথ্যসূত্র: টেকরেডার
চলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ। এর আগেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার ও ক্যামেরা নিয়ে বিভিন্ন তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। এবার জানা গেল সিরিজটির চিপসেট সম্পর্কে। এতে সিরিজটির সব মডেলে ও সংস্করণে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতে পারে।
বিষয়টি নিশ্চিত করছে স্যামসাংয়ের বিভিন্ন তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার তারুন ভাটস। তিনি বলেন, গিকবেঞ্চের বেঞ্চমার্কগুলো অনলাইনে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংস্করণের স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস ২৫ মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর (১২ জিবি র্যাম সহ) নিয়ে চালানো হচ্ছে।
এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আন্তর্জাতিক সংস্করণের স্যামসাং গ্যালাক্সি এস ২৪-এ স্যামসাংয়ের নিজস্ব ডিজাইন করা এক্সিনস ২৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে সিরিজের অন্যগুলো সংস্করণে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়।
আন্তর্জাতিক বাজারে (এক্সিনস) এবং অন্যটি কিছু নির্দিষ্ট অঞ্চলে (স্ন্যাপড্রাগন) স্যামসাং দুটি আলাদা চিপসেট ব্যবহার করছে।
এই তথ্যের মাধ্যমে বোঝা যায় যে, স্যামসাং সত্যিই এ বছর স্ন্যাপড্রাগনে পুরোপুরি ঝুঁকছে। গ্যালাক্সি এস ২৫ ফোনগুলোর মধ্যে যে কোন সংস্করণ, যেখানেই বিক্রি হোক না কেন, সবগুলোতে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে।
২০১২ সাল থেকে গ্যালাক্সি এস সিরিজে বিভিন্ন কোম্পানির চিপসেট ব্যবহার করে আসছে স্যামসাং। বিশেষ করে গ্যালাক্সি এস ৩ থেকে। এর আগে পুরোনো মডেলগুলোতে শুধু এক্সিনস চিপসেটই ব্যবহার করা হতো।
গ্যালাক্সি এস ৩-এ ব্যবহৃত চিপসেটগুলো ছিল—এক্সিনস ৪ কোয়াড (যা স্যামসাংয়ের নিজস্ব চিপসেট), কোয়ালকম স্ন্যাপড্রাগন এস ৪ (বিশেষ কিছু অঞ্চলের জন্য ব্যবহার করা হয়) ও স্ন্যাপড্রাগন ৪০ (একইভাবে, কিছু বাজারের জন্য)।
তাই এস সিরিজের ফোনের ভেতরের চিপসেটটি নির্ভর করে কোন অঞ্চলে ফোনটি কেনা হচ্ছে তার ওপর এবং পারফরমেন্সের ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য না, থাকলেও স্ন্যাপড্রাগন চিপসেটগুলোকে সাধারণত বেশি শক্তিশালী এবং দক্ষ বলে মনে করা হয়।
ফোনগুলোতে নিজস্ব এক্সিনস ব্যবহার করলে স্যামসাংয়ের খরচ কম হয় এবং বেশি মুনাফা হয়। তবে এটি একটি জটিল পরিস্থিতি, যেখানে আন্তর্জাতিক লাইসেন্স, সরবরাহ চেইন এবং নতুন চিপসেট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পারফরমেন্সের বিভিন্নতা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কোম্পানিটিকে ভাবতে হয়।
তবে স্ন্যাপড্রাগন চিপসেট সাধারণত ব্যয়বহুল। যদি স্যামসাং এই অতিরিক্ত খরচ গ্রাহকদের থেকে আদায় করে নেয় ফোনের দাম আগের মডেলগুলোর চেয়ে বেশি হতে পারে।
তথ্যসূত্র: টেকরেডার
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে