Ajker Patrika

করোনা থেকে নিজেকে বাঁচাতে স্মার্টফোনের সুরক্ষা নেবেন কীভাবে?

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০১ জুন ২০২১, ১৭: ২৩
Thumbnail image

করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি। এ থেকে সুরক্ষার জন্য স্যানিটাইজার ব্যবহার, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মানাসহ যতটা পারা যায় সতর্ক থাকা ভালো। যেহেতু আমরা অনেকই স্মার্টফোন ব্যবহার করি, তাই আপনার স্মার্টফোনে যেন করোনার জীবাণু লেগে থেকে আপনাকে আক্রান্ত না করতে পারে এ জন্য কিছু ব্যবস্থা নিতে পারেন। করোনা ভাইরাস থেকে আপনার মোবাইল রক্ষার জন্য নিয়মিত কিছু অভ্যাস করতে হবে। সামান্য মনোযোগ আর সচেতনতা এ ক্ষেত্রে আপনাকে দিতে পারে সুরক্ষা।

  • করোনা থেকে রক্ষার জন্য আপনার স্মার্টফোন প্রতিদিনই পরিষ্কার করা ভালো। বিশেষজ্ঞরা এ বিষয়ে গুরুত্ব দিয়েছেন। এ জন্য বাজারে প্রচলিত অনুমোদিত স্যানিটাইজার যেটি দিয়ে আপনি হাত ধুয়ে থাকেন সেটি আপনার স্মার্টফোন রক্ষার জন্য ব্যবহার করতে পারেন।

  • করোনা জীবাণু থেকে আপনার স্মার্টফোন রক্ষার জন্য আইসোপ্রপিল অ্যালকোহল ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে পানি ও আইসোপ্রপিল অ্যালকোহলের একটি মিশ্রণ তৈরি করে নিলে ভালো হয়। এরপর মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করুন এবং সেই কাপড় দিয়ে আপনার স্মার্টফোনটি মুছে ফেলুন। আইসোপ্রপিল অ্যালকোহল বাতাসে উড়ে চলে যায়। তাই আপনাকে এই কাজটি যতটা সম্ভব দ্রুত করতে হবে।

  • করোনা জীবাণু থেকে আপনার স্মার্টফোন রক্ষার জন্য হালকা অতি বেগুনি রশ্মি ব্যবহার করা যেতে পারে। তবে এই প্রক্রিয়াটি হবে সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি।

  • গবেষণা বলছে ফিচার অথবা স্মার্টফোন উভয় ধরনের ফোনের স্ক্রিনে করোনা ভাইরাস চার দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তাই সুরক্ষার জন্য আপনার ফোনের কভারটিও পরিষ্কার করে নেওয়াটা আপনার জন্য ভালো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত