চীনের বাজারে এল শাওমির নতুন স্মার্টঘড়ি রেডমি ব্যান্ড ৩। স্মার্টব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রীন রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। একবার চার্জে স্মার্টব্যান্ডটি ১৮ দিন পর্যন্ত চলবে বলে দাবি করছে কোম্পানিটি। এতে হার্ট রেট, অক্সিজেন লেবেল এবং ঘুমের চক্র ট্র্যাকিংয়ের মতো একাধিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ফিচার রয়েছে।
পানি প্রতিরোধের ক্ষমতায় স্মার্টঘড়িটির ৫ এটিএম রেটিং রয়েছে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড, ১০০ টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে। ব্যান্ডটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলবে।
দাম ও রং
চীনে রেডমি ব্যান্ড ৩ এর দাম ১৫৯ চীনা ইউয়ান (প্রায় ২ হাজার ৬৬৩ টাকা)। এটি শাওমির চীনের ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে।
স্মার্টব্যান্ডটি পাঁচটি রঙে পাওয়া যাবে—ব্ল্যাক (কালো), বেজ (হালকা বাদামি), ডার্ক গ্রে (গাড় ধূসর), গ্রিন (সবুজ), পিংক (গোলাপি) এবং ইয়েলো (হলুদ)।
রেডমি ব্র্যান্ড ৩ এর স্পেসিফিকেশন ও ফিচার
স্মার্ট ব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রিন যার রেজল্যুশন ১৭২ x ৩২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। স্মার্ট ব্যান্ডটির পুরুত্ব ৯ দশমিক ৯৯ মিমি এবং ওজন ১৬ দশমিক ৫ গ্রাম। এতে ১০০ টিরও বেশি ওয়াচ ফেস সমর্থন করে।
এতে বেশ কয়েকটি ট্র্যাকিং ফিচার রয়েছে। যেমন: হার্ট রেট, রক্তে অক্সিজেনের স্তর এবং স্টেপ ট্র্যাকার রয়েছে। স্মার্টঘড়িটি ঘুম এবং পিরিয়ড ট্র্যাকিংকেও সমর্থন করে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড থাকবে।
রেডমি ব্যান্ড ৩ অত্যন্ত টেকসই, যার ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সাধারণ ব্যবহারে ব্যাটারির চার্জ ১৮ দিন পর্যন্ত থাকবে। কোম্পানির মতে, স্মার্ট ব্যান্ডটি খুব বেশি ব্যবহার হলে ব্যাটারি চার্জ ৯ দিন পর্যন্ত থাকবে। স্মার্ট ওয়্যারেবলটি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে দুই ঘণ্টারও কম সময় নেয়। এতে ম্যাগনেটিক চার্জিং ব্যবস্থা রয়েছে এবং এটি ব্লুটুথ ৫.৩ রয়েছে। স্মার্ট ব্যান্ডটি উইচ্যাট এবং আলি পে এর অফলাইন পেমেন্টকেও সমর্থন করে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
চীনের বাজারে এল শাওমির নতুন স্মার্টঘড়ি রেডমি ব্যান্ড ৩। স্মার্টব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রীন রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। একবার চার্জে স্মার্টব্যান্ডটি ১৮ দিন পর্যন্ত চলবে বলে দাবি করছে কোম্পানিটি। এতে হার্ট রেট, অক্সিজেন লেবেল এবং ঘুমের চক্র ট্র্যাকিংয়ের মতো একাধিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ফিচার রয়েছে।
পানি প্রতিরোধের ক্ষমতায় স্মার্টঘড়িটির ৫ এটিএম রেটিং রয়েছে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড, ১০০ টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে। ব্যান্ডটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলবে।
দাম ও রং
চীনে রেডমি ব্যান্ড ৩ এর দাম ১৫৯ চীনা ইউয়ান (প্রায় ২ হাজার ৬৬৩ টাকা)। এটি শাওমির চীনের ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে।
স্মার্টব্যান্ডটি পাঁচটি রঙে পাওয়া যাবে—ব্ল্যাক (কালো), বেজ (হালকা বাদামি), ডার্ক গ্রে (গাড় ধূসর), গ্রিন (সবুজ), পিংক (গোলাপি) এবং ইয়েলো (হলুদ)।
রেডমি ব্র্যান্ড ৩ এর স্পেসিফিকেশন ও ফিচার
স্মার্ট ব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রিন যার রেজল্যুশন ১৭২ x ৩২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। স্মার্ট ব্যান্ডটির পুরুত্ব ৯ দশমিক ৯৯ মিমি এবং ওজন ১৬ দশমিক ৫ গ্রাম। এতে ১০০ টিরও বেশি ওয়াচ ফেস সমর্থন করে।
এতে বেশ কয়েকটি ট্র্যাকিং ফিচার রয়েছে। যেমন: হার্ট রেট, রক্তে অক্সিজেনের স্তর এবং স্টেপ ট্র্যাকার রয়েছে। স্মার্টঘড়িটি ঘুম এবং পিরিয়ড ট্র্যাকিংকেও সমর্থন করে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড থাকবে।
রেডমি ব্যান্ড ৩ অত্যন্ত টেকসই, যার ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সাধারণ ব্যবহারে ব্যাটারির চার্জ ১৮ দিন পর্যন্ত থাকবে। কোম্পানির মতে, স্মার্ট ব্যান্ডটি খুব বেশি ব্যবহার হলে ব্যাটারি চার্জ ৯ দিন পর্যন্ত থাকবে। স্মার্ট ওয়্যারেবলটি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে দুই ঘণ্টারও কম সময় নেয়। এতে ম্যাগনেটিক চার্জিং ব্যবস্থা রয়েছে এবং এটি ব্লুটুথ ৫.৩ রয়েছে। স্মার্ট ব্যান্ডটি উইচ্যাট এবং আলি পে এর অফলাইন পেমেন্টকেও সমর্থন করে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
নতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৮ মিনিট আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৩ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৪ ঘণ্টা আগে