অনলাইন ডেস্ক
কনজিউমার টেকনোলজির যুগ এখন। গত এক দশকে প্রযুক্তির উন্নয়ন হয়েছে অবিশ্বাস্য। সেই সঙ্গে প্রযুক্তিপণ্যের দামও কমেছে কল্পনাতীত। স্মার্টফোনের মতো সোফিস্টিকেটেড ডিভাইস এখন সাধারণ মানুষের হাতে হাতে। অথচ দুদশক আগেও এ ধরনের ডিভাইস ছিল বেশ দামি। এখন এসে কেউ যদি এমন স্বপ্ন দেখেন যে ওই সময় যদি ওইসব ডিভাইস কিনতে পারতাম! এই সময়ে সেটি দিবাস্বপ্ন বলেই মনে হবে। কারণটি আর কিছুই নয়: মূদ্রাস্ফীতি। ওই সময়ের ডলারের দাম আজকের ডলারের দ্বিগুণ।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট-প্যাকার্ডের গবেষণা দল সেই সময়কার আইকনিক প্রযুক্তিপণ্যের দাম ডলারের বর্তমান বাজারমূল্যের সঙ্গে তুলনা করে দেখিয়েছেন।
এই তালিকা দেখে প্রথম ধাক্কায় অনেকে কাছে মনে হতে পারে তখন টেলিভিশন কত সস্তা ছিল! প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক টেলিভিশনের দাম ছিল ৩৯৫ ডলার। এখনকার বাজার অনুযায়ী একটা যৌক্তিক দাম বলেই মনে হবে। কিন্তু ভুলটা ভাঙবে যদি ১৯৩৮ সালের ওই টিভি সেটটি আজকের বাজার বিক্রি হতো তাহলে কতো দাম পড়ত সেই হিসাব করলে। ডলারের বর্তমান মান অনুযায়ী সেই সময়ের ৩৯৫ ডলার মানে কিন্তু এখনকার ৭ হাজার ৪২০ দশমিক ৩১ মার্কিন ডলার।
বাড়িতে বসে সিনেমা দেখার জন্য মানুষকে অপেক্ষা করতে হয়েছে ১৯৭৭ সাল পর্যন্ত। প্রথম আরসিএ ভিবিটি ২০০ ভিসিআর বাজারে আসে তখন। দাম ছিল ১ হাজার ৩০০ ডলার। বর্তমান মূল্য দাঁড়ায় ৫ হাজার ৬৭২ দশমিক ৮২ ডলার। ডলারের তখনকার মান অনুযায়ী আজকে এতগুলো টাকা খরচ হতো একটা ভিসিআর কিনতে!
মোবাইল ফোন এত সস্তা, বহনযোগ্য ছিল না। মোবাইল নেটওয়ার্কও এতটা বিস্তৃত ছিল না। ফলে খুব প্রয়োজন ছাড়া তখন ফোন করত না মানুষ। হয়তো কিছু টাকা ধার নেওয়ার জন্য বন্ধুকে ফোন করতে চান, আপনার জন্য আছে মটোরোলা ডাইনাটাক ৮০০০ এক্স। সাধারণ মানুষের নাগালের মধ্যে প্রথম মোবাইল ফোন এটি। দাম ছিল ৪ হাজার ডলার। অনেক টাকা। আর এটাও মাথায় রাখতে হবে যে সময়টা কিন্তু ১৯৮৪ সাল। এই পরিমাণ ডলারের বর্তমান মূল্য ১০ হাজার ২১৭ দশমিক ০৫ ডলার! বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৫৩ হাজার টাকারও বেশি!
সংগীতের জগতে রীতিমতো বিপ্লব এনে দিয়েছিল অ্যাপলের আইপড। গান শোনার ছোট্ট এই ডিভাইস এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে এখনো হয়তো অনেকের পুরোনো ড্রয়ার খুললে একটি আইপড মিলবে। ২০০১ সালে অবমুক্ত করার পর মুড়ি-মুড়কির মতো বিক্রি হয়েছে আইপড। দাম ছিল ৩৯৯ ডলার। আজকের বাজারে ৫৯৩ দশমিক ৭৪ ডলার।
আর স্মার্টফোনের জগতে নবদিগন্ত উন্মোচন করেছিল ব্ল্যাকবেরি ৬২১০। ২০০৩ সালে এই মোবাইল ফোন অবমুক্ত করা হয়। বিক্রি হয়েছে ২৯৯ দশমিক ৯৯ ডলারে। আজকের বাজারে এর মান ৪৩২ দশমিক ৫৭ ডলার।
আজকের হাইএন্ড স্মার্টফোনের দামের সঙ্গে তুলনা করলে অবশ্য এই দাম খুব একটা বেশি নয়।
কনজিউমার টেকনোলজির যুগ এখন। গত এক দশকে প্রযুক্তির উন্নয়ন হয়েছে অবিশ্বাস্য। সেই সঙ্গে প্রযুক্তিপণ্যের দামও কমেছে কল্পনাতীত। স্মার্টফোনের মতো সোফিস্টিকেটেড ডিভাইস এখন সাধারণ মানুষের হাতে হাতে। অথচ দুদশক আগেও এ ধরনের ডিভাইস ছিল বেশ দামি। এখন এসে কেউ যদি এমন স্বপ্ন দেখেন যে ওই সময় যদি ওইসব ডিভাইস কিনতে পারতাম! এই সময়ে সেটি দিবাস্বপ্ন বলেই মনে হবে। কারণটি আর কিছুই নয়: মূদ্রাস্ফীতি। ওই সময়ের ডলারের দাম আজকের ডলারের দ্বিগুণ।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট-প্যাকার্ডের গবেষণা দল সেই সময়কার আইকনিক প্রযুক্তিপণ্যের দাম ডলারের বর্তমান বাজারমূল্যের সঙ্গে তুলনা করে দেখিয়েছেন।
এই তালিকা দেখে প্রথম ধাক্কায় অনেকে কাছে মনে হতে পারে তখন টেলিভিশন কত সস্তা ছিল! প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক টেলিভিশনের দাম ছিল ৩৯৫ ডলার। এখনকার বাজার অনুযায়ী একটা যৌক্তিক দাম বলেই মনে হবে। কিন্তু ভুলটা ভাঙবে যদি ১৯৩৮ সালের ওই টিভি সেটটি আজকের বাজার বিক্রি হতো তাহলে কতো দাম পড়ত সেই হিসাব করলে। ডলারের বর্তমান মান অনুযায়ী সেই সময়ের ৩৯৫ ডলার মানে কিন্তু এখনকার ৭ হাজার ৪২০ দশমিক ৩১ মার্কিন ডলার।
বাড়িতে বসে সিনেমা দেখার জন্য মানুষকে অপেক্ষা করতে হয়েছে ১৯৭৭ সাল পর্যন্ত। প্রথম আরসিএ ভিবিটি ২০০ ভিসিআর বাজারে আসে তখন। দাম ছিল ১ হাজার ৩০০ ডলার। বর্তমান মূল্য দাঁড়ায় ৫ হাজার ৬৭২ দশমিক ৮২ ডলার। ডলারের তখনকার মান অনুযায়ী আজকে এতগুলো টাকা খরচ হতো একটা ভিসিআর কিনতে!
মোবাইল ফোন এত সস্তা, বহনযোগ্য ছিল না। মোবাইল নেটওয়ার্কও এতটা বিস্তৃত ছিল না। ফলে খুব প্রয়োজন ছাড়া তখন ফোন করত না মানুষ। হয়তো কিছু টাকা ধার নেওয়ার জন্য বন্ধুকে ফোন করতে চান, আপনার জন্য আছে মটোরোলা ডাইনাটাক ৮০০০ এক্স। সাধারণ মানুষের নাগালের মধ্যে প্রথম মোবাইল ফোন এটি। দাম ছিল ৪ হাজার ডলার। অনেক টাকা। আর এটাও মাথায় রাখতে হবে যে সময়টা কিন্তু ১৯৮৪ সাল। এই পরিমাণ ডলারের বর্তমান মূল্য ১০ হাজার ২১৭ দশমিক ০৫ ডলার! বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৫৩ হাজার টাকারও বেশি!
সংগীতের জগতে রীতিমতো বিপ্লব এনে দিয়েছিল অ্যাপলের আইপড। গান শোনার ছোট্ট এই ডিভাইস এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে এখনো হয়তো অনেকের পুরোনো ড্রয়ার খুললে একটি আইপড মিলবে। ২০০১ সালে অবমুক্ত করার পর মুড়ি-মুড়কির মতো বিক্রি হয়েছে আইপড। দাম ছিল ৩৯৯ ডলার। আজকের বাজারে ৫৯৩ দশমিক ৭৪ ডলার।
আর স্মার্টফোনের জগতে নবদিগন্ত উন্মোচন করেছিল ব্ল্যাকবেরি ৬২১০। ২০০৩ সালে এই মোবাইল ফোন অবমুক্ত করা হয়। বিক্রি হয়েছে ২৯৯ দশমিক ৯৯ ডলারে। আজকের বাজারে এর মান ৪৩২ দশমিক ৫৭ ডলার।
আজকের হাইএন্ড স্মার্টফোনের দামের সঙ্গে তুলনা করলে অবশ্য এই দাম খুব একটা বেশি নয়।
স্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
৩ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১ দিন আগে