অনলাইন ডেস্ক
পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স—এই ধ্যানধারণা অধিকাংশ ক্রেতার মনে গেঁথে গেছে। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে এসব প্রথাগত ধারণা ভেঙে দিতে বাজারে আসছে অপোর ‘এ৫এক্স’ স্মার্টফোন।
বাংলাদেশে শিগগিরই উন্মোচিত হতে যাচ্ছে ‘এ৫এক্স’ অপো ব্র্যান্ডের এ-সিরিজ লাইনআপের অভিনব এক ডিভাইস। স্মার্টফোন বিষয়ে তথাকথিত ধারণাই পাল্টে দেবে অপোর এই মডেল। এর পুরুত্ব মাত্র ৭ দশমিক ৯৯ মিলিমিটার। এই স্লিক বা পাতলা ডিজাইনের জন্য ডিভাইসের পারফরম্যান্সের সঙ্গে আপস করেনি অপো।
সাধারণত স্লিম ডিজাইনের স্মার্টফোনে ব্যাটারির পারফরম্যান্স হয় গড়পড়তা মানের। তবে এই প্রচলিত ধারায় পরিবর্তন আনতে চায় অপো। তাদের নতুন স্মার্টফোন ‘এ৫এক্স’-এ রয়েছে শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা দৈনন্দিন স্ট্রিমিং, অনলাইন শিক্ষায় অংশগ্রহণ, ডিভাইসভিত্তিক কাজ বা সার্বক্ষণিক যোগাযোগের মতো আধুনিক ব্যবহারকারীদের চাহিদা পূরণে যথেষ্ট।
এই স্মার্টফোনের দৃষ্টিনন্দন নকশা সহজেই যে কারও মন কাড়বে। ফোনটি দুটি রঙে পাওয়া যাবে। একটি লেজার হোয়াইট, অপরটি মিডনাইট ব্লু।
বাংলাদেশে অনেক বছর ধরেই একটি ভাবনা প্রচলিত আছে যে পাতলা ফোন সেরা পারফরম্যান্স দিতে পারে না। অপোর ‘এ৫এক্স’ পুরোনো এই ধারণা ভাঙছে। এটি কোনো সাধারণ স্মার্টফোন নয়, বরং এমন একটি ডিভাইস যা পুরোনো ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানায়। অপো গ্রাহকদের জানাতে চাইছে—স্টাইল আর কার্যকারিতার মাঝে এখন আর বেছে নেওয়ার প্রয়োজন নেই। বরং আপনি চাইলে দুটোই একসঙ্গে পেতে পারেন। আর তাই, পাতলা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে পারফরম্যান্সের দিক থেকে আপস করতে হবে না।
প্রযুক্তিগত উদ্ভাবনে অন্যতম বৈশ্বিক নেতা অপো। এটি ডিজাইনে নতুনত্ব আনার পাশাপাশি মানুষের চাহিদার কথাও শুনছে। বাংলাদেশের মতো স্মার্টফোন বাজারে গ্রাহকদের বিচিত্র ধরনের চাহিদা রয়েছে। অপো এমন সব ডিভাইস গ্রাহকদের উপহার দিয়ে আসছে, যা শুধু ট্রেন্ড তৈরিই করে না। এর পাশাপাশি পুরোনো ট্রেন্ড ভেঙে সেগুলোকে পুনর্নির্মাণ করে।
‘এ৫এক্স’-এর মাধ্যমে অপো আবারও প্রমাণ করছে উদ্ভাবন বলতে শুধু সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে বোঝায় না, তা দীর্ঘ সময়ের কোনো প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করাও হতে পারে। পাতলা ফোনে ব্যাটারি লাইফ কম থাকে বা দীর্ঘস্থায়ী নয়—এমন ধারণার ইতি টানল ‘এ৫এক্স’।
পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স—এই ধ্যানধারণা অধিকাংশ ক্রেতার মনে গেঁথে গেছে। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে এসব প্রথাগত ধারণা ভেঙে দিতে বাজারে আসছে অপোর ‘এ৫এক্স’ স্মার্টফোন।
বাংলাদেশে শিগগিরই উন্মোচিত হতে যাচ্ছে ‘এ৫এক্স’ অপো ব্র্যান্ডের এ-সিরিজ লাইনআপের অভিনব এক ডিভাইস। স্মার্টফোন বিষয়ে তথাকথিত ধারণাই পাল্টে দেবে অপোর এই মডেল। এর পুরুত্ব মাত্র ৭ দশমিক ৯৯ মিলিমিটার। এই স্লিক বা পাতলা ডিজাইনের জন্য ডিভাইসের পারফরম্যান্সের সঙ্গে আপস করেনি অপো।
সাধারণত স্লিম ডিজাইনের স্মার্টফোনে ব্যাটারির পারফরম্যান্স হয় গড়পড়তা মানের। তবে এই প্রচলিত ধারায় পরিবর্তন আনতে চায় অপো। তাদের নতুন স্মার্টফোন ‘এ৫এক্স’-এ রয়েছে শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা দৈনন্দিন স্ট্রিমিং, অনলাইন শিক্ষায় অংশগ্রহণ, ডিভাইসভিত্তিক কাজ বা সার্বক্ষণিক যোগাযোগের মতো আধুনিক ব্যবহারকারীদের চাহিদা পূরণে যথেষ্ট।
এই স্মার্টফোনের দৃষ্টিনন্দন নকশা সহজেই যে কারও মন কাড়বে। ফোনটি দুটি রঙে পাওয়া যাবে। একটি লেজার হোয়াইট, অপরটি মিডনাইট ব্লু।
বাংলাদেশে অনেক বছর ধরেই একটি ভাবনা প্রচলিত আছে যে পাতলা ফোন সেরা পারফরম্যান্স দিতে পারে না। অপোর ‘এ৫এক্স’ পুরোনো এই ধারণা ভাঙছে। এটি কোনো সাধারণ স্মার্টফোন নয়, বরং এমন একটি ডিভাইস যা পুরোনো ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানায়। অপো গ্রাহকদের জানাতে চাইছে—স্টাইল আর কার্যকারিতার মাঝে এখন আর বেছে নেওয়ার প্রয়োজন নেই। বরং আপনি চাইলে দুটোই একসঙ্গে পেতে পারেন। আর তাই, পাতলা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে পারফরম্যান্সের দিক থেকে আপস করতে হবে না।
প্রযুক্তিগত উদ্ভাবনে অন্যতম বৈশ্বিক নেতা অপো। এটি ডিজাইনে নতুনত্ব আনার পাশাপাশি মানুষের চাহিদার কথাও শুনছে। বাংলাদেশের মতো স্মার্টফোন বাজারে গ্রাহকদের বিচিত্র ধরনের চাহিদা রয়েছে। অপো এমন সব ডিভাইস গ্রাহকদের উপহার দিয়ে আসছে, যা শুধু ট্রেন্ড তৈরিই করে না। এর পাশাপাশি পুরোনো ট্রেন্ড ভেঙে সেগুলোকে পুনর্নির্মাণ করে।
‘এ৫এক্স’-এর মাধ্যমে অপো আবারও প্রমাণ করছে উদ্ভাবন বলতে শুধু সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে বোঝায় না, তা দীর্ঘ সময়ের কোনো প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করাও হতে পারে। পাতলা ফোনে ব্যাটারি লাইফ কম থাকে বা দীর্ঘস্থায়ী নয়—এমন ধারণার ইতি টানল ‘এ৫এক্স’।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ ঘোষণা করল স্যামসাং। আগামী ১৩ মে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল ৯টায় কটি ভার্চুয়াল ‘আনপ্যাকড’ ইভেন্টের মাধ্যমে এই নতুন স্মার্টফোন উন্মোচন করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দায়ের করা মামলা নিষ্পত্তিতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। গত কাল শুক্রবার এক বিবৃতিতে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্যবহারকারীদের অনুমতি ছাড়া গোপনে তথ্য সংগ্রহ করায় এই জরিমানা...
৯ ঘণ্টা আগেচীনা অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষকেরা সম্প্রতি ‘ডিফেস’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) টুল প্রকাশ করেছেন, যা শুধুমাত্র ডিএনএ-র তথ্য বিশ্লেষণ করে তৈরি করতে পারে মানুষের মুখচ্ছবি। গবেষকেরা বলছেন, এই প্রযুক্তি ফরেনসিক, চিকিৎসকদের এবং আইন প্রয়োগকারী সংস্থার কাজের ধরন বদলে দিতে পারে।
১০ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের বহুল প্রতীক্ষিত সম্মেলনে ‘গুগল আইও ২০২৫’ শুরু হচ্ছে আগামী ২০ মে। দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগল তার বিভিন্ন পণ্যের হালনাগাদ, নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন তুলে ধরবে।
১২ ঘণ্টা আগে