বার্বি পুতুলের থিম সামনে রেখে নতুন ফোন ফ্লিপ নিয়ে আসছে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি। গত বছর বক্স অফিস মাতিয়ে রেখেছিল ‘বার্বি’ মুভিটি। বিশ্বজুড়ে ট্রেন্ডে পরিণত হয় গোলাপি রং। এবার সেই গোলাপি রঙে নতুন ফ্লিপ ফোন নিয়ে আসা হয়েছে। এতে নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের আরেকটি সংস্করণ রয়েছে। আর ফোনটির সঙ্গেই রয়েছে একটি আয়না।
চলতি বছরের শুরুর দিকের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি নিয়ে আসা হবে বলে ঘোষণা দেয় এইচএমডি। আগামী অক্টোবর মাসে এর বিক্রি শুরু হবে।
বার্বি ফোন একটি সাদামাটা ফ্লিপ ফোন। এতে কোনো অ্যাপস নেই। এই ফোনের মাধ্যমে শুধু কথা বলা এবং টেক্সট মেসেজ আদান প্রদান করা যাবে। এতে থাকা নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের নতুন সংস্করণের নাম ‘ম্যালাবু স্নেক গেম’ রাখা হয়েছে।
ফোনটির স্ক্রিন মাত্র ২ দশমিক ৮ ইঞ্চির। সেই সঙ্গে বার্তা লেখার জন্য একটি কিপ্যাড রয়েছে। অক্ষরের পাশাপাশি কিপ্যাডে লুকানো ইমোজি রয়েছে। যেমন: পাম গাছ, হার্ট চিহ্ন ও ফ্লেমিংগো পাখি। এগুলো অন্ধকারে জ্বলে উঠবে।
ফোনটিতে কোনো সেলফি ক্যামেরা নেই। তবে এর পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আগের যুগের ডিজিটাল ক্যামেরার দিয়ে তোলা ছবিতে অন্যরকম ঝাপসা একটি বিষয় থাকত। সেটিই এখন আবার জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের ছবি তোলার জন্য কম রেজল্যুশনের ক্যামেরা দেওয়ার দাবি করছে এইচএমডি।
ফোনটি চালু করলেই ‘হাই বার্বি’ কণ্ঠস্বর শোনা যাবে। সেই সঙ্গে স্নেক (সাপ) গেমের একটি সাপ স্ক্রিনে ভেসে উঠবে।
বার্বি ফোনটি সাধারণ হলেও এর সঙ্গে অনেকগুলো এক্সেসরিজ থাকবে। ফোনটির সঙ্গে দুটি অতিরিক্ত কভার দেওয়া থাকবে এবং পুঁতি দিয়ে তৈরি একটি স্ট্র্যাপ থাকবে, যা ফোনের সঙ্গে লাগিয়ে কবজিতে ঝুলিয়ে রাখা যাবে। সেই সঙ্গে কতগুলো পাথরের ও সাধারণ স্টিকারও (যেমন: ফুল, রংধনু) দেওয়া থাকবে। ফোনটি মনমতো সাজানোর জন্য স্টিকারগুলো দেওয়া হয়েছে। ফোনটি মোছার জন্য গোলাপি রঙ্গের মাইক্রোফাইবার কাপড়ও বক্সে দেওয়া থাকবে।
ফোনটিকে চার্জ দেওয়ার জন্য গোলাপি রঙের ইউএসবি সি চার্জার থাকবে।
ফোনটি কম বয়সী মেয়েদের ও তরুণীদের আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম নেই। তাই ফোনটি স্মার্টফোনের আসক্তি কমাবে বলে দাবি করছে ফোনটির প্রস্তুতকারক। এইচএমডি বলছে, এই ফোনের মাধ্যমে স্মার্টফোন থেকে বিরত থাকা যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি ওয়্যারলেস নেটওয়ার্ক ফোনটিকে সমর্থন দেবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি অর্ডার দেওয়া যাবে এবং ১ অক্টোবর থেকে ফোনটি বিক্রি শুরু হবে। ফোনটির দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: এনগ্যাজেট, দ্য ভার্জ
বার্বি পুতুলের থিম সামনে রেখে নতুন ফোন ফ্লিপ নিয়ে আসছে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি। গত বছর বক্স অফিস মাতিয়ে রেখেছিল ‘বার্বি’ মুভিটি। বিশ্বজুড়ে ট্রেন্ডে পরিণত হয় গোলাপি রং। এবার সেই গোলাপি রঙে নতুন ফ্লিপ ফোন নিয়ে আসা হয়েছে। এতে নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের আরেকটি সংস্করণ রয়েছে। আর ফোনটির সঙ্গেই রয়েছে একটি আয়না।
চলতি বছরের শুরুর দিকের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি নিয়ে আসা হবে বলে ঘোষণা দেয় এইচএমডি। আগামী অক্টোবর মাসে এর বিক্রি শুরু হবে।
বার্বি ফোন একটি সাদামাটা ফ্লিপ ফোন। এতে কোনো অ্যাপস নেই। এই ফোনের মাধ্যমে শুধু কথা বলা এবং টেক্সট মেসেজ আদান প্রদান করা যাবে। এতে থাকা নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের নতুন সংস্করণের নাম ‘ম্যালাবু স্নেক গেম’ রাখা হয়েছে।
ফোনটির স্ক্রিন মাত্র ২ দশমিক ৮ ইঞ্চির। সেই সঙ্গে বার্তা লেখার জন্য একটি কিপ্যাড রয়েছে। অক্ষরের পাশাপাশি কিপ্যাডে লুকানো ইমোজি রয়েছে। যেমন: পাম গাছ, হার্ট চিহ্ন ও ফ্লেমিংগো পাখি। এগুলো অন্ধকারে জ্বলে উঠবে।
ফোনটিতে কোনো সেলফি ক্যামেরা নেই। তবে এর পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আগের যুগের ডিজিটাল ক্যামেরার দিয়ে তোলা ছবিতে অন্যরকম ঝাপসা একটি বিষয় থাকত। সেটিই এখন আবার জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের ছবি তোলার জন্য কম রেজল্যুশনের ক্যামেরা দেওয়ার দাবি করছে এইচএমডি।
ফোনটি চালু করলেই ‘হাই বার্বি’ কণ্ঠস্বর শোনা যাবে। সেই সঙ্গে স্নেক (সাপ) গেমের একটি সাপ স্ক্রিনে ভেসে উঠবে।
বার্বি ফোনটি সাধারণ হলেও এর সঙ্গে অনেকগুলো এক্সেসরিজ থাকবে। ফোনটির সঙ্গে দুটি অতিরিক্ত কভার দেওয়া থাকবে এবং পুঁতি দিয়ে তৈরি একটি স্ট্র্যাপ থাকবে, যা ফোনের সঙ্গে লাগিয়ে কবজিতে ঝুলিয়ে রাখা যাবে। সেই সঙ্গে কতগুলো পাথরের ও সাধারণ স্টিকারও (যেমন: ফুল, রংধনু) দেওয়া থাকবে। ফোনটি মনমতো সাজানোর জন্য স্টিকারগুলো দেওয়া হয়েছে। ফোনটি মোছার জন্য গোলাপি রঙ্গের মাইক্রোফাইবার কাপড়ও বক্সে দেওয়া থাকবে।
ফোনটিকে চার্জ দেওয়ার জন্য গোলাপি রঙের ইউএসবি সি চার্জার থাকবে।
ফোনটি কম বয়সী মেয়েদের ও তরুণীদের আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম নেই। তাই ফোনটি স্মার্টফোনের আসক্তি কমাবে বলে দাবি করছে ফোনটির প্রস্তুতকারক। এইচএমডি বলছে, এই ফোনের মাধ্যমে স্মার্টফোন থেকে বিরত থাকা যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি ওয়্যারলেস নেটওয়ার্ক ফোনটিকে সমর্থন দেবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি অর্ডার দেওয়া যাবে এবং ১ অক্টোবর থেকে ফোনটি বিক্রি শুরু হবে। ফোনটির দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: এনগ্যাজেট, দ্য ভার্জ
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেনএআই।
২৯ মিনিট আগে২০১৩ সাল থেকে বাংলায় প্রযুক্তি রিভিউ কনটেন্ট নির্মাণ করে তিনি গড়ে তুলেছেন ‘এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি’ নামের একটি ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে তিনি সহজ ভাষায় তুলে ধরছেন মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন স্মার্ট ডিভাইসের খুঁটিনাটি বিশ্লেষণ। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ২৫ লাখ ৬০ হাজার
২ ঘণ্টা আগেসম্প্রতি একদল শৌখিন বিজ্ঞানী সৌরজগতের প্রায় শেষ সীমায়, প্লুটো থেকেও বহুদূরে কুইপার বেল্ট ছাড়িয়ে, আরেকটি রহস্যময় গ্রহ আবিষ্কার করতে পেরেছেন। সৌরজগতের ওই অঞ্চলে আলো এবং তাপমাত্রা খুব কম। তবে বিস্ময়কর গ্রহটি একটি সাধারণ গ্রহের তুলনায় আকার-আয়তনে বেশ ছোট। মাত্র ৭০০ কিলোমিটার বা ৪৩৫ মাইল ব্যাসের এই বামন
২ ঘণ্টা আগেফেসবুকের গোপনীয়তা লঙ্ঘনে ৮ বিলিয়ন ডলারের মামলার তোপে পড়েছিলেন মার্ক জাকারবার্গ। অভিযোগটা ছিল গুরুতর, ফেসবুক নাকি বছরের পর বছর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গচ্ছিত রাখতে পারেনি। আর সেগুলো তৃতীয় পক্ষের হাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
২ ঘণ্টা আগে