বার্বি পুতুলের থিম সামনে রেখে নতুন ফোন ফ্লিপ নিয়ে আসছে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি। গত বছর বক্স অফিস মাতিয়ে রেখেছিল ‘বার্বি’ মুভিটি। বিশ্বজুড়ে ট্রেন্ডে পরিণত হয় গোলাপি রং। এবার সেই গোলাপি রঙে নতুন ফ্লিপ ফোন নিয়ে আসা হয়েছে। এতে নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের আরেকটি সংস্করণ রয়েছে। আর ফোনটির সঙ্গেই রয়েছে একটি আয়না।
চলতি বছরের শুরুর দিকের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি নিয়ে আসা হবে বলে ঘোষণা দেয় এইচএমডি। আগামী অক্টোবর মাসে এর বিক্রি শুরু হবে।
বার্বি ফোন একটি সাদামাটা ফ্লিপ ফোন। এতে কোনো অ্যাপস নেই। এই ফোনের মাধ্যমে শুধু কথা বলা এবং টেক্সট মেসেজ আদান প্রদান করা যাবে। এতে থাকা নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের নতুন সংস্করণের নাম ‘ম্যালাবু স্নেক গেম’ রাখা হয়েছে।
ফোনটির স্ক্রিন মাত্র ২ দশমিক ৮ ইঞ্চির। সেই সঙ্গে বার্তা লেখার জন্য একটি কিপ্যাড রয়েছে। অক্ষরের পাশাপাশি কিপ্যাডে লুকানো ইমোজি রয়েছে। যেমন: পাম গাছ, হার্ট চিহ্ন ও ফ্লেমিংগো পাখি। এগুলো অন্ধকারে জ্বলে উঠবে।
ফোনটিতে কোনো সেলফি ক্যামেরা নেই। তবে এর পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আগের যুগের ডিজিটাল ক্যামেরার দিয়ে তোলা ছবিতে অন্যরকম ঝাপসা একটি বিষয় থাকত। সেটিই এখন আবার জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের ছবি তোলার জন্য কম রেজল্যুশনের ক্যামেরা দেওয়ার দাবি করছে এইচএমডি।
ফোনটি চালু করলেই ‘হাই বার্বি’ কণ্ঠস্বর শোনা যাবে। সেই সঙ্গে স্নেক (সাপ) গেমের একটি সাপ স্ক্রিনে ভেসে উঠবে।
বার্বি ফোনটি সাধারণ হলেও এর সঙ্গে অনেকগুলো এক্সেসরিজ থাকবে। ফোনটির সঙ্গে দুটি অতিরিক্ত কভার দেওয়া থাকবে এবং পুঁতি দিয়ে তৈরি একটি স্ট্র্যাপ থাকবে, যা ফোনের সঙ্গে লাগিয়ে কবজিতে ঝুলিয়ে রাখা যাবে। সেই সঙ্গে কতগুলো পাথরের ও সাধারণ স্টিকারও (যেমন: ফুল, রংধনু) দেওয়া থাকবে। ফোনটি মনমতো সাজানোর জন্য স্টিকারগুলো দেওয়া হয়েছে। ফোনটি মোছার জন্য গোলাপি রঙ্গের মাইক্রোফাইবার কাপড়ও বক্সে দেওয়া থাকবে।
ফোনটিকে চার্জ দেওয়ার জন্য গোলাপি রঙের ইউএসবি সি চার্জার থাকবে।
ফোনটি কম বয়সী মেয়েদের ও তরুণীদের আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম নেই। তাই ফোনটি স্মার্টফোনের আসক্তি কমাবে বলে দাবি করছে ফোনটির প্রস্তুতকারক। এইচএমডি বলছে, এই ফোনের মাধ্যমে স্মার্টফোন থেকে বিরত থাকা যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি ওয়্যারলেস নেটওয়ার্ক ফোনটিকে সমর্থন দেবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি অর্ডার দেওয়া যাবে এবং ১ অক্টোবর থেকে ফোনটি বিক্রি শুরু হবে। ফোনটির দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: এনগ্যাজেট, দ্য ভার্জ
বার্বি পুতুলের থিম সামনে রেখে নতুন ফোন ফ্লিপ নিয়ে আসছে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি। গত বছর বক্স অফিস মাতিয়ে রেখেছিল ‘বার্বি’ মুভিটি। বিশ্বজুড়ে ট্রেন্ডে পরিণত হয় গোলাপি রং। এবার সেই গোলাপি রঙে নতুন ফ্লিপ ফোন নিয়ে আসা হয়েছে। এতে নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের আরেকটি সংস্করণ রয়েছে। আর ফোনটির সঙ্গেই রয়েছে একটি আয়না।
চলতি বছরের শুরুর দিকের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি নিয়ে আসা হবে বলে ঘোষণা দেয় এইচএমডি। আগামী অক্টোবর মাসে এর বিক্রি শুরু হবে।
বার্বি ফোন একটি সাদামাটা ফ্লিপ ফোন। এতে কোনো অ্যাপস নেই। এই ফোনের মাধ্যমে শুধু কথা বলা এবং টেক্সট মেসেজ আদান প্রদান করা যাবে। এতে থাকা নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের নতুন সংস্করণের নাম ‘ম্যালাবু স্নেক গেম’ রাখা হয়েছে।
ফোনটির স্ক্রিন মাত্র ২ দশমিক ৮ ইঞ্চির। সেই সঙ্গে বার্তা লেখার জন্য একটি কিপ্যাড রয়েছে। অক্ষরের পাশাপাশি কিপ্যাডে লুকানো ইমোজি রয়েছে। যেমন: পাম গাছ, হার্ট চিহ্ন ও ফ্লেমিংগো পাখি। এগুলো অন্ধকারে জ্বলে উঠবে।
ফোনটিতে কোনো সেলফি ক্যামেরা নেই। তবে এর পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আগের যুগের ডিজিটাল ক্যামেরার দিয়ে তোলা ছবিতে অন্যরকম ঝাপসা একটি বিষয় থাকত। সেটিই এখন আবার জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের ছবি তোলার জন্য কম রেজল্যুশনের ক্যামেরা দেওয়ার দাবি করছে এইচএমডি।
ফোনটি চালু করলেই ‘হাই বার্বি’ কণ্ঠস্বর শোনা যাবে। সেই সঙ্গে স্নেক (সাপ) গেমের একটি সাপ স্ক্রিনে ভেসে উঠবে।
বার্বি ফোনটি সাধারণ হলেও এর সঙ্গে অনেকগুলো এক্সেসরিজ থাকবে। ফোনটির সঙ্গে দুটি অতিরিক্ত কভার দেওয়া থাকবে এবং পুঁতি দিয়ে তৈরি একটি স্ট্র্যাপ থাকবে, যা ফোনের সঙ্গে লাগিয়ে কবজিতে ঝুলিয়ে রাখা যাবে। সেই সঙ্গে কতগুলো পাথরের ও সাধারণ স্টিকারও (যেমন: ফুল, রংধনু) দেওয়া থাকবে। ফোনটি মনমতো সাজানোর জন্য স্টিকারগুলো দেওয়া হয়েছে। ফোনটি মোছার জন্য গোলাপি রঙ্গের মাইক্রোফাইবার কাপড়ও বক্সে দেওয়া থাকবে।
ফোনটিকে চার্জ দেওয়ার জন্য গোলাপি রঙের ইউএসবি সি চার্জার থাকবে।
ফোনটি কম বয়সী মেয়েদের ও তরুণীদের আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম নেই। তাই ফোনটি স্মার্টফোনের আসক্তি কমাবে বলে দাবি করছে ফোনটির প্রস্তুতকারক। এইচএমডি বলছে, এই ফোনের মাধ্যমে স্মার্টফোন থেকে বিরত থাকা যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি ওয়্যারলেস নেটওয়ার্ক ফোনটিকে সমর্থন দেবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি অর্ডার দেওয়া যাবে এবং ১ অক্টোবর থেকে ফোনটি বিক্রি শুরু হবে। ফোনটির দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: এনগ্যাজেট, দ্য ভার্জ
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৩ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১২ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৩ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
১৪ ঘণ্টা আগে