জনপ্রিয় শর্ট–ভিডিও (ছোট দৈর্ঘ্যের) অ্যাপ টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইনস্টাগ্রাম রিল লঞ্চ করেছে মেটা। শর্ট–ভিডিও ফিচারটি এখন পর্যন্ত মেটার সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফরম্যাট।
ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে, যা প্ল্যাটফর্মটির এক্সপ্লোরার পেজে দেখানো হয়। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা আয়ও করতে পারেন।
বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বা পরে দেখার জন্য স্টোরিতে পোস্ট করা রিলসগুলো কোনো থার্ড পার্টি অ্যাপ বা অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই ডাউনলোড করা যায়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৩৬০ গ্যাজেট অনুসারে অ্যান্ড্রয়েড বা আইফোনে কীভাবে ইনস্টাগ্রাম রিল ডাউনলোডের ধাপগুলো আলোচনা করা হল।
যেভাবে ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করবেন-
অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন
যে রিলসটি সেভ করতে চান তার শেয়ার আইকোনটিতে ক্লিক করুন।
রিলসটি স্টোরিতে শেয়ার করার জন্য ট্যাপ করুন।
ওপরের তিন ডট মেনুর ‘প্রিভিউ ক্লিক’ অপশনটি জুম করুন এবং সেভ বাটনে চাপ দিন।
এরপর স্টোরিটি ডিসকার্ড বা বাতিল করুন।
এখন পর্যন্ত শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টগুলোর ভিডিও ডাউনলোড করা যাবে। প্রাইভেট অ্যাকাউন্টের রিলগুলো ডাউনলোড হবে না। আবার অ্যাপ সেটিংস থেকে পাবলিক অ্যাকাউন্টগুলোর রিলস ডাউনলোড বন্ধ করা যাবে।
এদিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গত জুনে ঘোষণা দেয়, পাবলিক অ্যাকাউন্টের রিলসগুলো ক্যামেরা রোলে ডাউনলোড করা যাবে। তবে এখন শুধু স্টোরি বা চ্যাটের মাধ্যমে সরাসরি, পাবলিক অ্যাকাউন্টের রিলস শেয়ার করা যাবে। এ জন্য শেয়ার আইকোনে গিয়ে ডাউনলোড অপশনকে নির্বাচন করতে হবে।
জনপ্রিয় শর্ট–ভিডিও (ছোট দৈর্ঘ্যের) অ্যাপ টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইনস্টাগ্রাম রিল লঞ্চ করেছে মেটা। শর্ট–ভিডিও ফিচারটি এখন পর্যন্ত মেটার সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফরম্যাট।
ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে, যা প্ল্যাটফর্মটির এক্সপ্লোরার পেজে দেখানো হয়। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা আয়ও করতে পারেন।
বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বা পরে দেখার জন্য স্টোরিতে পোস্ট করা রিলসগুলো কোনো থার্ড পার্টি অ্যাপ বা অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই ডাউনলোড করা যায়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৩৬০ গ্যাজেট অনুসারে অ্যান্ড্রয়েড বা আইফোনে কীভাবে ইনস্টাগ্রাম রিল ডাউনলোডের ধাপগুলো আলোচনা করা হল।
যেভাবে ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করবেন-
অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন
যে রিলসটি সেভ করতে চান তার শেয়ার আইকোনটিতে ক্লিক করুন।
রিলসটি স্টোরিতে শেয়ার করার জন্য ট্যাপ করুন।
ওপরের তিন ডট মেনুর ‘প্রিভিউ ক্লিক’ অপশনটি জুম করুন এবং সেভ বাটনে চাপ দিন।
এরপর স্টোরিটি ডিসকার্ড বা বাতিল করুন।
এখন পর্যন্ত শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টগুলোর ভিডিও ডাউনলোড করা যাবে। প্রাইভেট অ্যাকাউন্টের রিলগুলো ডাউনলোড হবে না। আবার অ্যাপ সেটিংস থেকে পাবলিক অ্যাকাউন্টগুলোর রিলস ডাউনলোড বন্ধ করা যাবে।
এদিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গত জুনে ঘোষণা দেয়, পাবলিক অ্যাকাউন্টের রিলসগুলো ক্যামেরা রোলে ডাউনলোড করা যাবে। তবে এখন শুধু স্টোরি বা চ্যাটের মাধ্যমে সরাসরি, পাবলিক অ্যাকাউন্টের রিলস শেয়ার করা যাবে। এ জন্য শেয়ার আইকোনে গিয়ে ডাউনলোড অপশনকে নির্বাচন করতে হবে।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
৩ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
৪ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
৫ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৬ ঘণ্টা আগে