অনলাইন ডেস্ক
জনপ্রিয় শর্ট–ভিডিও (ছোট দৈর্ঘ্যের) অ্যাপ টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইনস্টাগ্রাম রিল লঞ্চ করেছে মেটা। শর্ট–ভিডিও ফিচারটি এখন পর্যন্ত মেটার সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফরম্যাট।
ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে, যা প্ল্যাটফর্মটির এক্সপ্লোরার পেজে দেখানো হয়। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা আয়ও করতে পারেন।
বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বা পরে দেখার জন্য স্টোরিতে পোস্ট করা রিলসগুলো কোনো থার্ড পার্টি অ্যাপ বা অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই ডাউনলোড করা যায়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৩৬০ গ্যাজেট অনুসারে অ্যান্ড্রয়েড বা আইফোনে কীভাবে ইনস্টাগ্রাম রিল ডাউনলোডের ধাপগুলো আলোচনা করা হল।
যেভাবে ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করবেন-
অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন
যে রিলসটি সেভ করতে চান তার শেয়ার আইকোনটিতে ক্লিক করুন।
রিলসটি স্টোরিতে শেয়ার করার জন্য ট্যাপ করুন।
ওপরের তিন ডট মেনুর ‘প্রিভিউ ক্লিক’ অপশনটি জুম করুন এবং সেভ বাটনে চাপ দিন।
এরপর স্টোরিটি ডিসকার্ড বা বাতিল করুন।
এখন পর্যন্ত শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টগুলোর ভিডিও ডাউনলোড করা যাবে। প্রাইভেট অ্যাকাউন্টের রিলগুলো ডাউনলোড হবে না। আবার অ্যাপ সেটিংস থেকে পাবলিক অ্যাকাউন্টগুলোর রিলস ডাউনলোড বন্ধ করা যাবে।
এদিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গত জুনে ঘোষণা দেয়, পাবলিক অ্যাকাউন্টের রিলসগুলো ক্যামেরা রোলে ডাউনলোড করা যাবে। তবে এখন শুধু স্টোরি বা চ্যাটের মাধ্যমে সরাসরি, পাবলিক অ্যাকাউন্টের রিলস শেয়ার করা যাবে। এ জন্য শেয়ার আইকোনে গিয়ে ডাউনলোড অপশনকে নির্বাচন করতে হবে।
জনপ্রিয় শর্ট–ভিডিও (ছোট দৈর্ঘ্যের) অ্যাপ টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইনস্টাগ্রাম রিল লঞ্চ করেছে মেটা। শর্ট–ভিডিও ফিচারটি এখন পর্যন্ত মেটার সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফরম্যাট।
ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে, যা প্ল্যাটফর্মটির এক্সপ্লোরার পেজে দেখানো হয়। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা আয়ও করতে পারেন।
বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বা পরে দেখার জন্য স্টোরিতে পোস্ট করা রিলসগুলো কোনো থার্ড পার্টি অ্যাপ বা অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই ডাউনলোড করা যায়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৩৬০ গ্যাজেট অনুসারে অ্যান্ড্রয়েড বা আইফোনে কীভাবে ইনস্টাগ্রাম রিল ডাউনলোডের ধাপগুলো আলোচনা করা হল।
যেভাবে ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করবেন-
অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন
যে রিলসটি সেভ করতে চান তার শেয়ার আইকোনটিতে ক্লিক করুন।
রিলসটি স্টোরিতে শেয়ার করার জন্য ট্যাপ করুন।
ওপরের তিন ডট মেনুর ‘প্রিভিউ ক্লিক’ অপশনটি জুম করুন এবং সেভ বাটনে চাপ দিন।
এরপর স্টোরিটি ডিসকার্ড বা বাতিল করুন।
এখন পর্যন্ত শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টগুলোর ভিডিও ডাউনলোড করা যাবে। প্রাইভেট অ্যাকাউন্টের রিলগুলো ডাউনলোড হবে না। আবার অ্যাপ সেটিংস থেকে পাবলিক অ্যাকাউন্টগুলোর রিলস ডাউনলোড বন্ধ করা যাবে।
এদিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গত জুনে ঘোষণা দেয়, পাবলিক অ্যাকাউন্টের রিলসগুলো ক্যামেরা রোলে ডাউনলোড করা যাবে। তবে এখন শুধু স্টোরি বা চ্যাটের মাধ্যমে সরাসরি, পাবলিক অ্যাকাউন্টের রিলস শেয়ার করা যাবে। এ জন্য শেয়ার আইকোনে গিয়ে ডাউনলোড অপশনকে নির্বাচন করতে হবে।
গুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
৩ ঘণ্টা আগেডিপফেক ও ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে গত দুই বছরে প্রতারণা শিকার হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬ হাজার ব্যক্তি। জর্জিয়ার তিবলিসি শহরে অবস্থিত একটি কল সেন্টারের প্রতারণা চক্রটি একাধিক প্রতারণা কার্যক্রম চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ মিলিয়ন ইউরো) হাতিয়ে
৪ ঘণ্টা আগেঅ্যাপল ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ক্লাউড পরিষেবাতে প্রবেশের জন্য কোম্পানিটির কাছে একটি ব্যাকডোর বা গোপন কৌশল তৈরির আদেশ দেয় যুক্তরাজ্য সরকার। মূলত অ্যাপলের আইক্লাউড ডেটা ব্যাকআপে প্রবেশের জন্য সরকারকে বিশেষ অনুমতি দেওয়ার উদ্দেশ্যে এই আদেশটি দেওয়া হয়। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে অ্যাপল। সংশ্লিষ
৮ ঘণ্টা আগে