বিদ্যমান ‘পাখি’ লোগোকে বিদায় জানাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। আজ রোববার টুইটারের মালিক ইলন মাস্ক নিজেই একাধিক টুইটে বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি টুইটারের জন্য নতুন লোগো খুঁজছে। এমনকি তিনি একটি সম্ভাব্য লোগোর প্রস্তাবও করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—ইলন মাস্ক তাঁর এক টুইটে প্রতিষ্ঠানটির নতুন করে ব্যান্ডিং করা হবে উল্লেখ করে লিখেছেন, ‘খুব শিগগিরই আমরা টুইটারের বর্তমান ব্যান্ডিংকে বিদায় জানাব এবং ধীরে ধীরে টুইটারের সব পাখিকেও (লোগো) বিদায় জানানো হবে।’
ইলন মাস্ক জানান, টুইটারের নতুন লোগো হতে পারে ‘এক্স’-এর মতো। শনিবার দিবাগত রাতে করা এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘যদি আজ রাতেই কেউ “এক্স”-এর মতো কোনো ভালো লোগো পোস্ট করতে পারেন, তবে আমরা আগামীকালই তা ছড়িয়ে দেব বিশ্বজুড়ে।’
সেই টুইটের একটু পর মাস্ক আরও একটি শর্ট ভিডিও শেয়ার করেন। যেই ভিডিওতে একটি ‘এক্স’-এর মতো লোগো চমকিত হতে দেখা যায়। এর আগে টুইটারের স্পেস অডিওতে বলেছিলেন, ‘আমাকে অনেক আগেই জিজ্ঞেস করা হয়েছিল যে টুইটারের লোগো বদলানো উচিত কি না। আসলে আরও আগেই করা উচিত ছিল।’
গত বছরের অক্টোবরে মাস্ক টুইটার কেনার পর থেকেই প্রতিষ্ঠানটি বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মাস্ক মালিকানা গ্রহণের পর কোম্পানিটি তাঁর মালিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এক্স-কর্প রেখেছে। প্রতিষ্ঠানটি সেই তখন থেকেই একটি ‘সুপার অ্যাপ’ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এদিকে মাস্ক টুইটারের লোগো পরিবর্তনের ইঙ্গিত দিলেও টুইটার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
বিদ্যমান ‘পাখি’ লোগোকে বিদায় জানাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। আজ রোববার টুইটারের মালিক ইলন মাস্ক নিজেই একাধিক টুইটে বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি টুইটারের জন্য নতুন লোগো খুঁজছে। এমনকি তিনি একটি সম্ভাব্য লোগোর প্রস্তাবও করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—ইলন মাস্ক তাঁর এক টুইটে প্রতিষ্ঠানটির নতুন করে ব্যান্ডিং করা হবে উল্লেখ করে লিখেছেন, ‘খুব শিগগিরই আমরা টুইটারের বর্তমান ব্যান্ডিংকে বিদায় জানাব এবং ধীরে ধীরে টুইটারের সব পাখিকেও (লোগো) বিদায় জানানো হবে।’
ইলন মাস্ক জানান, টুইটারের নতুন লোগো হতে পারে ‘এক্স’-এর মতো। শনিবার দিবাগত রাতে করা এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘যদি আজ রাতেই কেউ “এক্স”-এর মতো কোনো ভালো লোগো পোস্ট করতে পারেন, তবে আমরা আগামীকালই তা ছড়িয়ে দেব বিশ্বজুড়ে।’
সেই টুইটের একটু পর মাস্ক আরও একটি শর্ট ভিডিও শেয়ার করেন। যেই ভিডিওতে একটি ‘এক্স’-এর মতো লোগো চমকিত হতে দেখা যায়। এর আগে টুইটারের স্পেস অডিওতে বলেছিলেন, ‘আমাকে অনেক আগেই জিজ্ঞেস করা হয়েছিল যে টুইটারের লোগো বদলানো উচিত কি না। আসলে আরও আগেই করা উচিত ছিল।’
গত বছরের অক্টোবরে মাস্ক টুইটার কেনার পর থেকেই প্রতিষ্ঠানটি বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মাস্ক মালিকানা গ্রহণের পর কোম্পানিটি তাঁর মালিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এক্স-কর্প রেখেছে। প্রতিষ্ঠানটি সেই তখন থেকেই একটি ‘সুপার অ্যাপ’ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এদিকে মাস্ক টুইটারের লোগো পরিবর্তনের ইঙ্গিত দিলেও টুইটার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
৯ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে