কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ ‘বি ২০০’ উন্মোচন করলে টেক জায়ান্ট এনভিডিয়া। কোম্পানিটির আগের চিপগুলোর তুলনায় নতুন চিপটির গতি ৩০ গুণ হবে। গত সোমবার বার্ষিক ডেভেলপার সম্মেলনে কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এই চিপ উন্মোচন করেন। চিপটির পাশাপাশি নতুন সফটওয়্যার টুলও কোম্পানিটি নিয়ে আসবে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
চিপটি কোম্পানির ব্ল্যাকওয়েল প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত। হুয়াং বলেন, ‘ব্ল্যাকওয়েল কোনো চিপ নয় এটি একটি প্ল্যাটফর্ম।’
চিপের বাজারে এনভিডিয়ার ৮০ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির এই সাফল্য ধরে রাখার জন্য নতুন চিপ নিয়ে আসছে।
মাইক্রোসফট ও অ্যাপলের পরেই যুক্তরাষ্ট্রের তৃতীয় মূল্যবান কোম্পানি হলো এনভিডিয়া। গত বছর কোম্পানিটির শেয়ার ২৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত মাসে এনভিডিয়ার বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার (১ দশমিক ৫৭ পাউন্ড) হয়েছে।
সম্মেলনের শুরুতেই মজা করে হুয়াং বলেন ‘আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন এটি কোনো কনসার্ট নয়।’
টেকঅ্যানালাইসিস রিসার্চের বব ও’ডোনেল বলেন, ‘চিপটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। প্রযুক্তি শিল্পে বহুদিন এ রকম কিছু দেখিনি। কেউ কেউ স্টিভ জবসের প্রথম দিকের উপস্থানপনাগুলোর সঙ্গে হুয়াংয়ের বক্তব্যের মিল পেয়েছেন।’
ক্লাউড-কম্পিউটিং পরিষেবায় ও নিজস্ব এআই পণ্যে আমাজন, গুগল, মাইক্রোসফট ও ওপেনএআইয়ের মত প্রধান গ্রাহকেরা এনভিডিয়ার নতুন ফ্ল্যাগশিপ চিপ ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানিটি বলছে, নতুন সফটওয়্যার টুলগুলো মাইক্রোসার্ভিসেস নামে পরিচিত। ব্যবসার ক্ষেত্রে এআই মডেল যুক্ত করাকে আরও সহজ করার জন্য এসব সিস্টেমের দক্ষতা উন্নত।
এছাড়া কোম্পানিটি গাড়ির জন্যও আরও এক ধরনের চিপ নিয়ে এসেছে। এই চিপ গাড়ির ভেতরের চ্যাটবট চালাতে সাহায্য করবে। কোম্পানিটি বলছে, চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি ও এক্সপেং উভয়ই এর নতুন চিপ ব্যবহার করবে।
হিউম্যানয়েড রোবট তৈরির জন্য নতুন আরেক ধরনের চিপের সিরিজের রূপরেখা প্রকাশ করেন হুয়াং। মঞ্চে তার সঙ্গে বেশ কয়েকটি রোবটও যোগ দিয়েছিল।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া হয়। কোম্পানিটি মূলত কম্পিউটার চিপ তৈরির জন্য পরিচিত ছিল। এসব চিপ কম্পিউটার গেমের গ্রাফিকসের জন্য ব্যবহার করা হতো।
এআই প্রযুক্তির বিপ্লবের অনেক আগেই চিপগুলোতে বিভিন্ন ফিচার যুক্ত করে কোম্পানিটি। এসব ফিচার মেশিন লার্নিংয়ে সাহায্য করে। এই ধরনের চিপে বিনিয়োগের ফলে কোম্পানিটির শেয়ার এত বৃদ্ধি পেয়েছে।
এআই প্রযুক্তি বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য এনডিভিয়ার অবদান বেহিসাবে দেখা হচ্ছে।
তবে এএমডি ও ইন্টেল মতো প্রতিদ্বন্দ্বীর জন্য এআই চিপ শিল্পের প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাচ্ছে।
ও’ডোনেল বলেন, ‘বাজারটি এত দ্রুত বাড়ছে যে এনভিডিয়া কিছু শেয়ার হারালেও কোম্পানিটি এখনো সামগ্রিক ব্যবসা বাড়াতে পারে কারণ প্রত্যেকের জন্য অনেক সুযোগ রয়েছে’।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ ‘বি ২০০’ উন্মোচন করলে টেক জায়ান্ট এনভিডিয়া। কোম্পানিটির আগের চিপগুলোর তুলনায় নতুন চিপটির গতি ৩০ গুণ হবে। গত সোমবার বার্ষিক ডেভেলপার সম্মেলনে কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এই চিপ উন্মোচন করেন। চিপটির পাশাপাশি নতুন সফটওয়্যার টুলও কোম্পানিটি নিয়ে আসবে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
চিপটি কোম্পানির ব্ল্যাকওয়েল প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত। হুয়াং বলেন, ‘ব্ল্যাকওয়েল কোনো চিপ নয় এটি একটি প্ল্যাটফর্ম।’
চিপের বাজারে এনভিডিয়ার ৮০ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির এই সাফল্য ধরে রাখার জন্য নতুন চিপ নিয়ে আসছে।
মাইক্রোসফট ও অ্যাপলের পরেই যুক্তরাষ্ট্রের তৃতীয় মূল্যবান কোম্পানি হলো এনভিডিয়া। গত বছর কোম্পানিটির শেয়ার ২৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত মাসে এনভিডিয়ার বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার (১ দশমিক ৫৭ পাউন্ড) হয়েছে।
সম্মেলনের শুরুতেই মজা করে হুয়াং বলেন ‘আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন এটি কোনো কনসার্ট নয়।’
টেকঅ্যানালাইসিস রিসার্চের বব ও’ডোনেল বলেন, ‘চিপটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। প্রযুক্তি শিল্পে বহুদিন এ রকম কিছু দেখিনি। কেউ কেউ স্টিভ জবসের প্রথম দিকের উপস্থানপনাগুলোর সঙ্গে হুয়াংয়ের বক্তব্যের মিল পেয়েছেন।’
ক্লাউড-কম্পিউটিং পরিষেবায় ও নিজস্ব এআই পণ্যে আমাজন, গুগল, মাইক্রোসফট ও ওপেনএআইয়ের মত প্রধান গ্রাহকেরা এনভিডিয়ার নতুন ফ্ল্যাগশিপ চিপ ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানিটি বলছে, নতুন সফটওয়্যার টুলগুলো মাইক্রোসার্ভিসেস নামে পরিচিত। ব্যবসার ক্ষেত্রে এআই মডেল যুক্ত করাকে আরও সহজ করার জন্য এসব সিস্টেমের দক্ষতা উন্নত।
এছাড়া কোম্পানিটি গাড়ির জন্যও আরও এক ধরনের চিপ নিয়ে এসেছে। এই চিপ গাড়ির ভেতরের চ্যাটবট চালাতে সাহায্য করবে। কোম্পানিটি বলছে, চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি ও এক্সপেং উভয়ই এর নতুন চিপ ব্যবহার করবে।
হিউম্যানয়েড রোবট তৈরির জন্য নতুন আরেক ধরনের চিপের সিরিজের রূপরেখা প্রকাশ করেন হুয়াং। মঞ্চে তার সঙ্গে বেশ কয়েকটি রোবটও যোগ দিয়েছিল।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া হয়। কোম্পানিটি মূলত কম্পিউটার চিপ তৈরির জন্য পরিচিত ছিল। এসব চিপ কম্পিউটার গেমের গ্রাফিকসের জন্য ব্যবহার করা হতো।
এআই প্রযুক্তির বিপ্লবের অনেক আগেই চিপগুলোতে বিভিন্ন ফিচার যুক্ত করে কোম্পানিটি। এসব ফিচার মেশিন লার্নিংয়ে সাহায্য করে। এই ধরনের চিপে বিনিয়োগের ফলে কোম্পানিটির শেয়ার এত বৃদ্ধি পেয়েছে।
এআই প্রযুক্তি বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য এনডিভিয়ার অবদান বেহিসাবে দেখা হচ্ছে।
তবে এএমডি ও ইন্টেল মতো প্রতিদ্বন্দ্বীর জন্য এআই চিপ শিল্পের প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাচ্ছে।
ও’ডোনেল বলেন, ‘বাজারটি এত দ্রুত বাড়ছে যে এনভিডিয়া কিছু শেয়ার হারালেও কোম্পানিটি এখনো সামগ্রিক ব্যবসা বাড়াতে পারে কারণ প্রত্যেকের জন্য অনেক সুযোগ রয়েছে’।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৭ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৭ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৭ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে