Ajker Patrika

দেশের বাজারে আইফোন ১৩, চলছে প্রি-অর্ডার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বাজারে আইফোন ১৩, চলছে প্রি-অর্ডার

আগামী ২৯ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন ১৩। কম্পিউটার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে একজন ক্রেতা ঢাকাসহ সারা দেশ থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কেনার সুযোগ পাবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইফোন ১৩ এর প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে। এ ছাড়া প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন। এরই মধ্যে শুরু হয়েছে আইফোন ১৩ এর প্রি অর্ডার। অ্যাপলের বাংলাদেশে অনুমোদিত ই-কমার্স সাইট www.istore.bangladesh.com-এ ভিজিট করে দেওয়া যাবে প্রি-অর্ডার। 

সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির বলেন, একজন ক্রেতা খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে আইফোন ১৩ সিরিজের যে কোন মডেল প্রি-অর্ডার দিতে পারবেন। এ ছাড়া যে কোনো মডেলের আইফোনের আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারবেন আইফোন ১৩ আসল না নকল। 

এ সময় নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেন রাকিবুল কবির। 

নতুন আঙ্গিকে সাজানো আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহারকারীদের দিচ্ছে আইফোনের সর্বকালের সেরা প্রোক্যামেরা সিস্টেম, প্রো-মোশন সমৃদ্ধ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, উন্নত ব্যাটারি লাইফ এবং অ্যাপলের ডিজাইনকৃত ফাইভ-কোর জিপিইউ সংবলিত এ১৫ বায়োনিক চিপ। মসৃণ ও টেকসই ডিজাইনের আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনিতে ব্যবহারকারীরা পাচ্ছেন আইফোনের সর্বকালের সেরা ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং শক্তিশালী এ১৫ বায়োনিক চিপ। এ ছাড়া থাকছে ৫জি ইন্টারনেট ব্যবহারের সুবিধাও। 

আইফোন ১৩ মিনি ও আইফোন ১৩ মডেলের ফোনগুলো গোলাপি, নীল, মিডনাইট, স্টারলাইট ও লাল কালারে পাওয়া যাবে। আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনগুলো পাওয়া যাবে সিয়েরা ব্লু, সিলভার, গোল্ড ও গ্রাফাইট কালারে। এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ সিপিএল নির্ধারিত আইফোন ১৩ (১২৮ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকা। আইফোন ১৩ মিনি (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৩ হাজার টাকা। আইফোন ১৩ মিনি (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো ম্যাক্স (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকা। 

ক্রেতাদের সুবিধার্থে আইফোন ১৩ সিরিজের হ্যান্ডসেটের প্রি-অর্ডারে থাকছে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের কার্ডে থাকছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত