Ajker Patrika

টেসলার নিয়োগ বন্ধ, ছাঁটাই করা হবে কর্মী

আপডেট : ০৩ জুন ২০২২, ১৬: ৩৩
টেসলার নিয়োগ বন্ধ, ছাঁটাই করা হবে কর্মী

নতুন কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ঘোষণা দিয়েছে, তাঁরা প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি এ কথা বলেছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

টেসলার নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেইলে এমনটা উল্লেখ করেছেন এর প্রধান ইলন মাস্ক। রয়টার্স জানিয়েছে, ইলন মাস্ক তাঁর সেই মেইলে বলেছেন, বিশ্ব অর্থনীতির ব্যাপারে তাঁর ‘খুবই খারাপ অনুভূতি’ হচ্ছে এবং এ কারণে টেসলার অন্তত ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে হবে। 

গত বৃহস্পতিবার টেসলার নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো ওই মেইলের মূল বিষয়বস্তু ছিল, ‘বিশ্বজুড়ে সব ধরনের নিয়োগ বন্ধ করুন। তবে টেসলা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। 
 
এর আগে টেসলার কর্মীদের জন্য ঘরে বসে কাজ করার সুযোগ বন্ধ করে দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেসলায় কর্মরত নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি এ কথা জানিয়েছেন। 

ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো মেইলে লিখেছিলেন, ‘এখন থেকে আর কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করা গ্রহণযোগ্য হবে না। যাঁরা কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করতে চেয়েছিলেন, তাঁদের এখন থেকে অন্তত ৪০ ঘণ্টা, আবারও বলছি অন্তত ৪০ ঘণ্টা অফিসে কাজ করতে হবে। এই সময় কারখানার শ্রমিকদের চেয়ে অনেক কম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত