প্রযুক্তি ডেস্ক
প্রধান নির্বাহী নিজেই কর্মীদের হাজার ডলার খরচ করে চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্ট কিনে দিচ্ছেন। এর ফলে কাজেও বেশ অগ্রগতি লক্ষ্য করেছেন তিনি।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ‘জিনিস’- এর প্রতিষ্ঠাতা আকাশ নিগম তার ১২০ কর্মীকে চ্যাটজিপিটির প্লাস অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন সুবিধা দিতে প্রতি মাসে খরচ করছেন ২ হাজার ৪০০ ডলার।
গত মার্চে, কোম্পানির প্রতিটি দলকে একঘেয়ে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে এআই চ্যাটবটের ব্যবহার শিখতে উৎসাহ দেওয়া শুরু করেন নিগম। দলগুলো হলো- গবেষণা ও উন্নয়ন, প্রকৌশল, পণ্য, অর্থ, নকশা, ও অ্যাকাউন্টিং। নিগম বিশ্বাস করেন, অফিসের কাজের সঙ্গে চ্যাটজিপিটি একীভূত করায় কোম্পানিরই উন্নতি হবে।
বিজনেস ইনসাইডারকে নিগম বলেন, ‘আমি বেশ মিতব্যয়ী ও কৃপণ ব্যক্তি। তবে আমি এটি কোম্পানির ভালো ও উন্নতির জন্য করছি।’
তিনি আরও জানান, মাত্র কয়েক মাস ধরে কর্মীরা চ্যাটজিপিটির সুবিধা পাচ্ছে। তবে এরই মধ্যে তিনি অনেক কাজে গতি লক্ষ্য করেছেন।
উদাহরণস্বরূপ, ‘জিনিস’- এর ‘আর অ্যান্ড ডি’ টিম গণিত এবং কোডিং প্রশ্নের উত্তর দিতে, কীভাবে কোড ডিবাগ করতে হয় সে বিষয়ে পরামর্শ পেতে এবং রূপরেখার ওপর ভিত্তি করে প্রেজেন্টেশনের জন্য ক্রিপ্ট তৈরি করতে চ্যাটজিপিটি ব্যবহার করছে। অন্যান্য কর্মীরা সৃজনশীল সংক্ষিপ্ত বিবরণ তৈরি করতে, অভ্যন্তরীণ নীতির মতো আইনি নথি লিখতে এবং প্রযুক্তিগত প্রশ্নের উত্তর দিতে চ্যাটবটটি ব্যবহার করছেন।
তবে ‘জিনিস’ একমাত্র প্রতিষ্ঠান নয় যেটির কর্মীরা নিজের কাজে এআইয়ের সাহায্য নিচ্ছেন। ই-কমার্স জায়ান্ট আমাজনের কর্মীরা কোড তৈরি করতে, গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে এবং প্রশিক্ষণের নথি লিখতে এআই ব্যবহার করছেন। ‘পিওর ফিউশন মিডিয়ার সিইও ডেভিড লিটউইন জানান, চ্যাটজিপিটি তাঁর এক সপ্তাহে ৩০ কর্মঘণ্টা সময় বাঁচিয়েছে। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে। তবে প্রতিষ্ঠানের কোনো প্রকার গোপনীয় তথ্য এতে দেওয়া নিষিদ্ধ।
প্রধান নির্বাহী নিজেই কর্মীদের হাজার ডলার খরচ করে চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্ট কিনে দিচ্ছেন। এর ফলে কাজেও বেশ অগ্রগতি লক্ষ্য করেছেন তিনি।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ‘জিনিস’- এর প্রতিষ্ঠাতা আকাশ নিগম তার ১২০ কর্মীকে চ্যাটজিপিটির প্লাস অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন সুবিধা দিতে প্রতি মাসে খরচ করছেন ২ হাজার ৪০০ ডলার।
গত মার্চে, কোম্পানির প্রতিটি দলকে একঘেয়ে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে এআই চ্যাটবটের ব্যবহার শিখতে উৎসাহ দেওয়া শুরু করেন নিগম। দলগুলো হলো- গবেষণা ও উন্নয়ন, প্রকৌশল, পণ্য, অর্থ, নকশা, ও অ্যাকাউন্টিং। নিগম বিশ্বাস করেন, অফিসের কাজের সঙ্গে চ্যাটজিপিটি একীভূত করায় কোম্পানিরই উন্নতি হবে।
বিজনেস ইনসাইডারকে নিগম বলেন, ‘আমি বেশ মিতব্যয়ী ও কৃপণ ব্যক্তি। তবে আমি এটি কোম্পানির ভালো ও উন্নতির জন্য করছি।’
তিনি আরও জানান, মাত্র কয়েক মাস ধরে কর্মীরা চ্যাটজিপিটির সুবিধা পাচ্ছে। তবে এরই মধ্যে তিনি অনেক কাজে গতি লক্ষ্য করেছেন।
উদাহরণস্বরূপ, ‘জিনিস’- এর ‘আর অ্যান্ড ডি’ টিম গণিত এবং কোডিং প্রশ্নের উত্তর দিতে, কীভাবে কোড ডিবাগ করতে হয় সে বিষয়ে পরামর্শ পেতে এবং রূপরেখার ওপর ভিত্তি করে প্রেজেন্টেশনের জন্য ক্রিপ্ট তৈরি করতে চ্যাটজিপিটি ব্যবহার করছে। অন্যান্য কর্মীরা সৃজনশীল সংক্ষিপ্ত বিবরণ তৈরি করতে, অভ্যন্তরীণ নীতির মতো আইনি নথি লিখতে এবং প্রযুক্তিগত প্রশ্নের উত্তর দিতে চ্যাটবটটি ব্যবহার করছেন।
তবে ‘জিনিস’ একমাত্র প্রতিষ্ঠান নয় যেটির কর্মীরা নিজের কাজে এআইয়ের সাহায্য নিচ্ছেন। ই-কমার্স জায়ান্ট আমাজনের কর্মীরা কোড তৈরি করতে, গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে এবং প্রশিক্ষণের নথি লিখতে এআই ব্যবহার করছেন। ‘পিওর ফিউশন মিডিয়ার সিইও ডেভিড লিটউইন জানান, চ্যাটজিপিটি তাঁর এক সপ্তাহে ৩০ কর্মঘণ্টা সময় বাঁচিয়েছে। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে। তবে প্রতিষ্ঠানের কোনো প্রকার গোপনীয় তথ্য এতে দেওয়া নিষিদ্ধ।
তথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৩ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
২১ ঘণ্টা আগে