Ajker Patrika

মানুষকেও ছাড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০২ মে ২০২৩, ২১: ২৪
মানুষকেও ছাড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রধান নির্বাহী নিজেই কর্মীদের হাজার ডলার খরচ করে চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্ট কিনে দিচ্ছেন। এর ফলে কাজেও বেশ অগ্রগতি লক্ষ্য করেছেন তিনি।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ‘জিনিস’- এর প্রতিষ্ঠাতা আকাশ নিগম তার ১২০ কর্মীকে চ্যাটজিপিটির প্লাস অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন সুবিধা দিতে প্রতি মাসে খরচ করছেন ২ হাজার ৪০০ ডলার। 

গত মার্চে, কোম্পানির প্রতিটি দলকে একঘেয়ে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে এআই চ্যাটবটের ব্যবহার শিখতে উৎসাহ দেওয়া শুরু করেন নিগম। দলগুলো হলো- গবেষণা ও উন্নয়ন, প্রকৌশল, পণ্য, অর্থ, নকশা, ও অ্যাকাউন্টিং। নিগম বিশ্বাস করেন, অফিসের কাজের সঙ্গে চ্যাটজিপিটি একীভূত করায় কোম্পানিরই উন্নতি হবে।

বিজনেস ইনসাইডারকে নিগম বলেন, ‘আমি বেশ মিতব্যয়ী ও কৃপণ ব্যক্তি। তবে আমি এটি কোম্পানির ভালো ও উন্নতির জন্য করছি।’

তিনি আরও জানান, মাত্র কয়েক মাস ধরে কর্মীরা চ্যাটজিপিটির সুবিধা পাচ্ছে। তবে এরই মধ্যে তিনি অনেক কাজে গতি লক্ষ্য করেছেন।   
 
উদাহরণস্বরূপ, ‘জিনিস’- এর ‘আর অ্যান্ড ডি’ টিম গণিত এবং কোডিং প্রশ্নের উত্তর দিতে, কীভাবে কোড ডিবাগ করতে হয় সে বিষয়ে পরামর্শ পেতে এবং রূপরেখার ওপর ভিত্তি করে প্রেজেন্টেশনের জন্য ক্রিপ্ট তৈরি করতে চ্যাটজিপিটি ব্যবহার করছে। অন্যান্য কর্মীরা সৃজনশীল সংক্ষিপ্ত বিবরণ তৈরি করতে, অভ্যন্তরীণ নীতির মতো আইনি নথি লিখতে এবং প্রযুক্তিগত প্রশ্নের উত্তর দিতে চ্যাটবটটি ব্যবহার করছেন।

তবে ‘জিনিস’ একমাত্র প্রতিষ্ঠান নয় যেটির কর্মীরা নিজের কাজে এআইয়ের সাহায্য নিচ্ছেন। ই-কমার্স জায়ান্ট আমাজনের কর্মীরা কোড তৈরি করতে, গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে এবং প্রশিক্ষণের নথি লিখতে এআই ব্যবহার করছেন। ‘পিওর ফিউশন মিডিয়ার সিইও ডেভিড লিটউইন জানান, চ্যাটজিপিটি তাঁর এক সপ্তাহে ৩০ কর্মঘণ্টা সময় বাঁচিয়েছে। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে। তবে প্রতিষ্ঠানের কোনো প্রকার গোপনীয় তথ্য এতে দেওয়া নিষিদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত