কম্পিউটারে ছবি আকাঁর জনপ্রিয় প্রোগ্রাম মাইক্রোসফট পেইন্ট এবার ছবির ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়াসহ নতুন ফিচার আনছে। নতুন ফিচারটি ছবির বিষয়বস্তু সনাক্ত ও আলাদা করতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পেটাপিক্সেল এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
এখন এই আপডেট শুধুমাত্র উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে পাওয়া যাচ্ছে। যে কেউ মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে এই প্রোগ্রামে নিবন্ধন করতে পারবে।
ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার ফিচারটি মাইক্রোসফট পেইন্টের টুলবারে পাওয়া যাবে। এই টুলের কোনো নাম দেখা যায়নি। তবে টুলটির আইকনে হালকা তির্যক স্ট্রাইপসহ ব্যক্তির অবয়ব দেওয়া আছে। ছবির কোন অংশ হাইলাইট করার জন্য ‘রেকট্যাংগুলার’ টুল ব্যবহার করা যাবে।
বিভিন্ন তথ্য সূত্র বলছে, মাইক্রোফট পেইন্টে ডাল–ই-র মত এআইভিত্তিক ছবি তৈরির সুবিধা আনা হবে। পেইন্ট, ফটো ও ক্যামেরাসহ কিছু অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করবে মাইক্রোসফ্ট।
কয়েক বছর আগে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই ফিচারগুলোর সংযোজন প্রোগ্রামে নতুনত্ব নিয়ে আসবে।
ফটোশপে এই টুলের ব্যবহারে মিশ্র ফলাফল দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বেশি উপাদান থাকলে ছবির প্রধান বিষয়বস্তু আলাদা করা কঠিন হয়ে যায়। বিষয়বস্তু থেকে ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো একদম পরিষ্কারভাবে আলাদা করা যায় না। মাইক্রোসফ্টের পেইন্টের সংস্করণে এই সমস্যাগুলো রয়েছে নাকি তার জন্য পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
মাইক্রোসফট পেইন্টের এই ফিচার ছবি এডিটিংয়ে নতুন মাত্রা নিয়ে আসবে। যদিও অ্যাপটি ফটোশপকে সর্ম্পূণ নকল করবে না তবে ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার ফিচারটি ব্যবহারকারীদের অনেক সুবিধা দিবে।
মাইক্রোসফট বলছে, পেইন্ট অ্যাপের ‘ফিডব্যাক হাব’ (উইন + এফ) এ গিয়ে নতুন ফিচারটি সম্পর্কে প্রতিক্রিয়া জানানো যাবে।
পেইন্ট আর ফটোশপই প্রথম অ্যাপ নয় যেখানে এই ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার সুবিধা পাওয়া যায়। ক্যানভা, আলবেইট ও অ্যাডোবি ফ্রী এক্সপ্রেসের মত অ্যাপেও এই সুবিধা পাওয়া যায়।
কম্পিউটারে ছবি আকাঁর জনপ্রিয় প্রোগ্রাম মাইক্রোসফট পেইন্ট এবার ছবির ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়াসহ নতুন ফিচার আনছে। নতুন ফিচারটি ছবির বিষয়বস্তু সনাক্ত ও আলাদা করতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পেটাপিক্সেল এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
এখন এই আপডেট শুধুমাত্র উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে পাওয়া যাচ্ছে। যে কেউ মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে এই প্রোগ্রামে নিবন্ধন করতে পারবে।
ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার ফিচারটি মাইক্রোসফট পেইন্টের টুলবারে পাওয়া যাবে। এই টুলের কোনো নাম দেখা যায়নি। তবে টুলটির আইকনে হালকা তির্যক স্ট্রাইপসহ ব্যক্তির অবয়ব দেওয়া আছে। ছবির কোন অংশ হাইলাইট করার জন্য ‘রেকট্যাংগুলার’ টুল ব্যবহার করা যাবে।
বিভিন্ন তথ্য সূত্র বলছে, মাইক্রোফট পেইন্টে ডাল–ই-র মত এআইভিত্তিক ছবি তৈরির সুবিধা আনা হবে। পেইন্ট, ফটো ও ক্যামেরাসহ কিছু অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করবে মাইক্রোসফ্ট।
কয়েক বছর আগে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই ফিচারগুলোর সংযোজন প্রোগ্রামে নতুনত্ব নিয়ে আসবে।
ফটোশপে এই টুলের ব্যবহারে মিশ্র ফলাফল দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বেশি উপাদান থাকলে ছবির প্রধান বিষয়বস্তু আলাদা করা কঠিন হয়ে যায়। বিষয়বস্তু থেকে ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো একদম পরিষ্কারভাবে আলাদা করা যায় না। মাইক্রোসফ্টের পেইন্টের সংস্করণে এই সমস্যাগুলো রয়েছে নাকি তার জন্য পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
মাইক্রোসফট পেইন্টের এই ফিচার ছবি এডিটিংয়ে নতুন মাত্রা নিয়ে আসবে। যদিও অ্যাপটি ফটোশপকে সর্ম্পূণ নকল করবে না তবে ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার ফিচারটি ব্যবহারকারীদের অনেক সুবিধা দিবে।
মাইক্রোসফট বলছে, পেইন্ট অ্যাপের ‘ফিডব্যাক হাব’ (উইন + এফ) এ গিয়ে নতুন ফিচারটি সম্পর্কে প্রতিক্রিয়া জানানো যাবে।
পেইন্ট আর ফটোশপই প্রথম অ্যাপ নয় যেখানে এই ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার সুবিধা পাওয়া যায়। ক্যানভা, আলবেইট ও অ্যাডোবি ফ্রী এক্সপ্রেসের মত অ্যাপেও এই সুবিধা পাওয়া যায়।
টিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
১ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
২ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৩ ঘণ্টা আগেসৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এই ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে
৪ ঘণ্টা আগে