Ajker Patrika

দোকান খুলছে মেটা

দোকান খুলছে মেটা

ফিজিক্যাল রিটেইল স্টোর চালু করতে যাচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। সহজ করে বলতে গেলে দোকান খুলছে মেটা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্লিনগেমে মেটা স্টোর নামের এই দোকান আগামী ৯ মে থেকে চালু হবে। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মেটা প্ল্যাটফর্ম স্থানীয় সময় বুধবার দোকানটির প্রাথমিক কিছু বর্ণনা দিয়েছে। দোকানে কাস্টমাররা সংস্থাটির একাধিক হার্ডওয়্যার প্রোডাক্ট পেয়ে যাবেন বলে জানা গেছে; যেমন রে-ব্যান স্মার্ট গ্ল্যাস, ভিডিও কলিং ডিভাইস, ভিআর হেডসেটসহ নানা গ্যাজেট ও এক্সেসরিজ। আপনি চাইলে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। কিংবা মেটা স্টোরে গিয়ে সরাসরি কিনতে পারবেন এসব পণ্য। 

মেটার প্রধান নির্বাহী মার্ক জ়াকারবার্গ বলেন, ‘আমাদের পণ্য মানুষকে কীভাবে সংযুক্ত করতে পারে, তার একটা ধারণা দেওয়ার জন্য এই স্টোর খোলা হচ্ছে। মেটাভার্স বিশ্বের পরবর্তী বড় কম্পিউটিং প্ল্যাটফর্ম হতে পারে এবং এর দ্বারা মানুষ কীভাবে উপকৃত হতে পারেন, তারও ইঙ্গিত মিলবে এই মেটা স্টোর থেকে।’ 

দোকানে রে-ব্যান স্মার্ট গ্ল্যাস, ভিডিও কলিং ডিভাইস, ভিআর হেডসেটসহ নানা গ্যাজেট ও এক্সেসরিজ পাওয়া যাবেমেটা স্টোরের প্রধান মার্টিন গিলিয়ার্ড একটি বিবৃতির মাধ্যমে জানান, ‘কীভাবে আমাদের পণ্যগুলো ভবিষ্যতে মেটাভার্সের গেটওয়ে হয়ে উঠতে পারে, মানুষের সঙ্গে সেই সংযোগ তৈরি করতে সাহায্য করবে মেটা স্টোর।’ 

মেটা স্টোরের যন্ত্রাংশ নিয়ে কাজ করা প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক মিকাহ কলিন্স বলেন, কোম্পানিটি অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে যা ব্যবহারকারীদের হেডসেট ছাড়াই পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাভাটারকে কনফারেন্সে যুক্ত করতে সক্ষম হবে। 

কলিন্স আরও বলেন, ‘অনেক পণ্য এখনো খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে মেটা স্টোর নিয়ে আমরা খুব আত্মবিশ্বাসী।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ