প্রিমিয়াম ও দামি ল্যাপটপে গত চার বছর ধরে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করছে স্যামসাং। এখন ল্যাপটপ ডিভাইসে এই ডিসপ্লের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। তাই আরও উন্নত মানের ওএলএডি ডিসপ্লে তৈরি করতে ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে কোম্পানিটি।
ছোট ও মাঝারি আকারের ওএলইডি প্যানেলের প্রস্তুতকারক স্যামসাং। ল্যাপটপে ওএলইডি প্যানেলগুলোর ব্যবহার বাড়ানোর জন্য চিপ নির্মাতা ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করছে। কোরিয়ার ডিসপ্লে এক্সিবিশনে স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেন, প্রযুক্তি উৎপাদনের পরিমাণ এবং গ্রাহকদের সহযোগিতায় ল্যাপটপ বাজারে শক্তিশালী প্রতিযোগিতা করার জন্য গুরুত্বপূর্ণ।
সম্প্রতি অ্যাপলের নতুন আইপ্যাড প্রোর জন্য ট্যান্ডেম ওএলইডি প্যানেল সরবরাহ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এটি ভবিষ্যতের আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি মডেলগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে বলে জানা গেছে। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এটি শিগগিরই অ্যাপলের ভবিষ্যতের ম্যাকবুকগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে।
ল্যাপটপ বাজারে ওএলইডি প্যানেলের চাহিদা বাড়ায় ২০২৬ সালের মধ্যে নতুন ৮ দশমিক ৬ জেনারেশন ওএলইডি উৎপাদন শৃঙ্খল করবে স্যামসাং। এ জন্য কোম্পানিটি ৪ লাখ ১০ হাজার কোটি দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় ৩০০ কোটি ডলার) বিনিয়োগ করছে। এই শৃঙ্খল প্রতিবছর ১ কোটি ওএলইডি প্যানেল তৈরি করতে পারবে।
এলজি ইতিমধ্যে ল্যাপটপের জন্য ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করেছে। তবে স্যামসাং এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তবে সবচেয়ে বড় ওএলইডি প্যানেল প্রস্তুতকারক হওয়ার কারণে ল্যাপটপ ও মনিটরের জন্য স্যামসাং শিগগিরই ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করবে।
স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেছেন, ইন্টেল ও কোয়ালকমের মতো বিভিন্ন সিস্টেম অংশীদারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মোবাইল ওএলইডির বিভিন্ন সংস্করণ তৈরি করতে থাকবে স্যামসাং। অনেক গ্রাহকের সঙ্গে আলোচনা করেছে কোম্পানিটি এবং স্যামসাংয়ে তৈরি ওএলইডি প্যানেলগুলো ডিভাইসে থাকা এআই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য তৈরি করবে।
তথ্যসূত্র: স্যামমোবাইল
প্রিমিয়াম ও দামি ল্যাপটপে গত চার বছর ধরে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করছে স্যামসাং। এখন ল্যাপটপ ডিভাইসে এই ডিসপ্লের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। তাই আরও উন্নত মানের ওএলএডি ডিসপ্লে তৈরি করতে ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে কোম্পানিটি।
ছোট ও মাঝারি আকারের ওএলইডি প্যানেলের প্রস্তুতকারক স্যামসাং। ল্যাপটপে ওএলইডি প্যানেলগুলোর ব্যবহার বাড়ানোর জন্য চিপ নির্মাতা ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করছে। কোরিয়ার ডিসপ্লে এক্সিবিশনে স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেন, প্রযুক্তি উৎপাদনের পরিমাণ এবং গ্রাহকদের সহযোগিতায় ল্যাপটপ বাজারে শক্তিশালী প্রতিযোগিতা করার জন্য গুরুত্বপূর্ণ।
সম্প্রতি অ্যাপলের নতুন আইপ্যাড প্রোর জন্য ট্যান্ডেম ওএলইডি প্যানেল সরবরাহ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এটি ভবিষ্যতের আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি মডেলগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে বলে জানা গেছে। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এটি শিগগিরই অ্যাপলের ভবিষ্যতের ম্যাকবুকগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে।
ল্যাপটপ বাজারে ওএলইডি প্যানেলের চাহিদা বাড়ায় ২০২৬ সালের মধ্যে নতুন ৮ দশমিক ৬ জেনারেশন ওএলইডি উৎপাদন শৃঙ্খল করবে স্যামসাং। এ জন্য কোম্পানিটি ৪ লাখ ১০ হাজার কোটি দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় ৩০০ কোটি ডলার) বিনিয়োগ করছে। এই শৃঙ্খল প্রতিবছর ১ কোটি ওএলইডি প্যানেল তৈরি করতে পারবে।
এলজি ইতিমধ্যে ল্যাপটপের জন্য ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করেছে। তবে স্যামসাং এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তবে সবচেয়ে বড় ওএলইডি প্যানেল প্রস্তুতকারক হওয়ার কারণে ল্যাপটপ ও মনিটরের জন্য স্যামসাং শিগগিরই ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করবে।
স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেছেন, ইন্টেল ও কোয়ালকমের মতো বিভিন্ন সিস্টেম অংশীদারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মোবাইল ওএলইডির বিভিন্ন সংস্করণ তৈরি করতে থাকবে স্যামসাং। অনেক গ্রাহকের সঙ্গে আলোচনা করেছে কোম্পানিটি এবং স্যামসাংয়ে তৈরি ওএলইডি প্যানেলগুলো ডিভাইসে থাকা এআই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য তৈরি করবে।
তথ্যসূত্র: স্যামমোবাইল
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১৯ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২১ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৩ দিন আগে