Ajker Patrika

গুগল ফটোজ থেকে আইক্লাইডে ছবি ও ভিডিও নেবেন যেভাবে 

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১১: ০১
গুগল ফটোজ থেকে আইক্লাইডে ছবি ও ভিডিও নেবেন যেভাবে 

গুগল ফোটজ থেকে আইক্লাউডে ছবি ও ভিডিও সহজে নেওয়ার জন্য একটি নতুন টুল উন্মোচন করেছে গুগল ও অ্যাপল। এই টুলের মাধ্যমে গুগল থেকে একটি একটি করে ছবি ও ভিডিও ডাউনলোড করে আইক্লাউডে আপলোড করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ফলে ডেটা ও সময় দুটিই বাঁচবে। 

টুলটি ব্যবহারের আগে আইক্লাউডে পর্যাপ্ত স্টোরেজ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। তা না হলে প্রক্রিয়াটি কাজ করবে না। আইক্লাউডে ৫ জিবি পর্যন্ত বিনা মূল্যে ছবি ও ভিডিও রাখতে পারবেন। তবে স্টোরেজ বাড়াতে পছন্দমতো প্ল্যান কিনতেও পারেন। 

গুগল ফটোজ থেকে আইক্লাইডে ছবি ও ভিডিও নেওয়ার জন্য এরপর নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন—
 ১. অ্যাপলের ডিভাইসের সেটিংসে প্রবেশ করুন। 
২. নিজের অ্যাকাউন্টের নামের ওপর ট্যাপ করুন। এরপর আইক্লাউডে ট্যাপ করুন। 
৩. আইক্লাউড ফটোজ ও আইক্লাউড ড্রাইভ চালু করুন। 
৪. এরপর পছন্দের ব্রাউজার থেকে গুগলের টেকআউট (takeout. google. com) ওয়েবসাইটে প্রবেশ করুন। এ সময় নিজের গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন। 
৫. এরপর তালিকা থেকে ‘গুগল ফটোজ’ অপশনটি নির্বাচন করুন। 
৬. ছবি ও ভিডিও আইক্লাউডে রাখার জন্য ‘অ্যাপল আইক্লাউড ফটোজ’ অপশন নির্বাচন করুন। 
৭. এরপর নিজের অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিন। 
৮. গুগল ফটোজের ছবি ও ভিডিও আইক্লাউড অ্যাকাউন্টে রাখার জন্য গুগল কিছু অনুমতি চাইবে। সেসব প্রয়োজনীয় অনুমতি দিন। 
৯. এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন। এভাবে আইক্লাউডে ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 

অ্যাপল ডেটা ও প্রাইভেসি পেজ থেকে এই প্রক্রিয়ার অগ্রগতি দেখতে পারবেন। এই ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে তা আপনার ফাইলের সাইজের ওপর নির্ভর করবে। কিছু ঘণ্টা থেকে কয়েক দিন সময়ও লাগতে পারে সব ফাইল স্থানান্তর করতে। 

ছবি ও ভিডিও আইক্লাউডে নেওয়ার প্রক্রিয়া শুরু ও শেষে আপনার ইমেইল আইডিতে একটি ইমেইল নোটিফিকেশন পাঠাবে অ্যাপল। 

এ প্রক্রিয়া শুরু করার আগে নিচের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন—
• এই প্রক্রিয়া গুগল ফটোজের কোনো ছবি ও ভিডিও ডিলিট হবে না। শুধু আইক্লাউডে কপি হবে। 
• এই প্রক্রিয়ায় JEPG, HEIC, PBG, GIF, TIFF, BMP, MP 4 ও MOV ফাইল কপি হবে। 
• যেসব ফাইল আইক্লাউড সমর্থন করবে না, সেগুলো স্বয়ক্রিয়ভাবে আইড্রাইভে চলে যাবে। 
• কপি হওয়া ছবি ও ভিডিওগুলো আইওএসের ফটোজ অ্যাপে ‘Import from Google’ নামে অ্যালবামে থাকবে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান

জুবায়েদ হত্যায় ‎সন্দেহভাজন ছেলেকে যে কারণে থানায় দেন মা, জানালেন স্বজনেরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ