অ্যান্ড্রয়েডের গুগল ফটোজে গ্যালারি গুছিয়ে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার আসছে। ‘ফটো স্ট্যাকস’ নামে এই ফিচার ছবিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে রাখবে।
এআইভিত্তিক ফিচারটি এলোমেলোভাবে থাকা ছবিগুলো গুছিয়ে রাখতে বিষয়ভিত্তিক গ্রুপ ও ছোট ছোট অ্যালবাম তৈরি করে দেবে। একই ধরনের ছবিগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো ছবি চিহ্নিত করে দেবে ফটো স্ট্যাকস। আর সবচেয়ে ভালো ছবিটি দিয়ে গ্রুপটির কভার ছবি তৈরি করবে।
তবে গ্রাহকেরা চাইলে কভার ছবিটি পরিবর্তন করতে পারবেন বা ফিচারটি পুরোপুরি বন্ধ করে রাখতে পারবেন। স্ক্রিনের ডান পাশের প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অপশন থেকে ফিচারটি বন্ধ করা যাবে।
যদি গ্রাহকের অ্যাকাউন্টে ফটো স্ট্যাকস থাকে, তাহলে গুগল ফটোজে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের সামনে ফিচারটি চালু হবে। গ্রুপে মোট ১০০টি ছবি ব্যবহারকারীরা রাখতে পারবেন। এই ফিচার শুধু গুগল ক্লাউডে রাখা ছবিগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। সেই সঙ্গে ফিচারটি ব্যবহারের জন্য গুগলের ‘ফটো ব্যাকআপ’ অপশনটি চালু রাখতে হতে পারে।
এ ছাড়া গুগল ফটোজের আরেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট ও ডকুমেন্টের আলাদা গ্রুপ তৈরি করবে।
শুধু আইফোন ব্যবহারকারীদের জন্য গত বছরে ফিচারটি উন্মোচন করা হয়েছিল। এখন সব অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য পর্যায়ক্রমে ফিচারটি চালু করা হবে। তবে ফিচারটি অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে চালু হতে আরও কিছু সপ্তাহ বা মাস লাগতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
অ্যান্ড্রয়েডের গুগল ফটোজে গ্যালারি গুছিয়ে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার আসছে। ‘ফটো স্ট্যাকস’ নামে এই ফিচার ছবিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে রাখবে।
এআইভিত্তিক ফিচারটি এলোমেলোভাবে থাকা ছবিগুলো গুছিয়ে রাখতে বিষয়ভিত্তিক গ্রুপ ও ছোট ছোট অ্যালবাম তৈরি করে দেবে। একই ধরনের ছবিগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো ছবি চিহ্নিত করে দেবে ফটো স্ট্যাকস। আর সবচেয়ে ভালো ছবিটি দিয়ে গ্রুপটির কভার ছবি তৈরি করবে।
তবে গ্রাহকেরা চাইলে কভার ছবিটি পরিবর্তন করতে পারবেন বা ফিচারটি পুরোপুরি বন্ধ করে রাখতে পারবেন। স্ক্রিনের ডান পাশের প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অপশন থেকে ফিচারটি বন্ধ করা যাবে।
যদি গ্রাহকের অ্যাকাউন্টে ফটো স্ট্যাকস থাকে, তাহলে গুগল ফটোজে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের সামনে ফিচারটি চালু হবে। গ্রুপে মোট ১০০টি ছবি ব্যবহারকারীরা রাখতে পারবেন। এই ফিচার শুধু গুগল ক্লাউডে রাখা ছবিগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। সেই সঙ্গে ফিচারটি ব্যবহারের জন্য গুগলের ‘ফটো ব্যাকআপ’ অপশনটি চালু রাখতে হতে পারে।
এ ছাড়া গুগল ফটোজের আরেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট ও ডকুমেন্টের আলাদা গ্রুপ তৈরি করবে।
শুধু আইফোন ব্যবহারকারীদের জন্য গত বছরে ফিচারটি উন্মোচন করা হয়েছিল। এখন সব অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য পর্যায়ক্রমে ফিচারটি চালু করা হবে। তবে ফিচারটি অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে চালু হতে আরও কিছু সপ্তাহ বা মাস লাগতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
এআই চ্যাটবট কি একদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? নতুন এক গবেষণা বলছে, হ্যাঁ পারে। এটি আর নিছক বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো দিন দিন আরও তীক্ষ্ণ ও ধূর্ত হয়ে উঠছে।
৫ ঘণ্টা আগেইন্টারনেটে যে কেউ হঠাৎ ভাইরাল হতে পারে। অনেক সময় তার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যাও থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে ঘিরে।
১২ ঘণ্টা আগেআর্দ্র আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে—এমন একধরনের ভাঁজযোগ্য সৌরকোষ তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। এটি খুব কম খরচেই তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকেরা। তাই এই উদ্ভাবন সৌরপ্রযুক্তির ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
১২ ঘণ্টা আগেমিস্টার বিস্ট নামে পরিচিত ইউটিবের সুপারস্টার জিমি ডোনাল্ডসন নতুন ইতিহাস গড়লেন। তাঁর প্রধান চ্যানেল ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি সাবস্ক্রাইবার পার করায় বিশ্বের প্রথম একক ক্রিয়েটরের স্বীকৃতি পেলেন তিনি। এই উপলক্ষে ইউটিউব তাঁকে একটি বিশেষ ধরনের প্লে বাটন ট্রফি প্রদান করে, যা এই অবিস্মরণীয় কৃতিত্বের স্মারক।
১৫ ঘণ্টা আগে